1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাফর আব্দুল করিম

৬ জুলাই ২০১৭

জাফর আব্দুল করিমের জন্ম লাইবেরিয়ায়, বড় হন লেবানন এবং সুইজারল্যান্ডে, পড়াশোনা ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডে এবং এখন কাজ করছেন বার্লিনে, ডয়চে ভেলেতে৷

https://p.dw.com/p/2g1OW

পুরস্কার জয়ী আরবি টকশো ‘শাবাবটক’-এর হোস্ট হিসেবে জাফর আরব দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট করেন৷ যার মাধ্যমে এই যুবকরা ট্যাবু ভাঙতে এবং মনোজগত উন্মুক্ত করতে তাঁদের বিষয়গুলো নিয়ে কথা বলতে একটা জায়গা খুঁজে পেয়েছে৷ সর্বশেষ কাজে তিনি উদ্বাস্তুদের নিয়ে একটি অনুষ্ঠান করেছেন৷ সেখানে লেবাননের বার-ইলিয়াস উদ্বাস্তু শিবির, গ্রিসের লেসবোস দ্বীপের উদ্বাস্তু কেন্দ্র, জর্ডানে জাতারি উদ্বাস্তু শিবির এবং জার্মানির উদ্বাস্তু অভ্যর্থনা কেন্দ্র থেকে তিনি প্রতিবেদন করেছেন৷ তিনি মিডিয়াম ম্যাগাজিনের জার্মানির রিপোর্টার্স অব দ্য ইয়ার-২০১৬ নির্বাচিত হয়েছেন৷ লন্ডন ফিল্ম অ্যাকাডেমি থেকে তিনি পরিচালনার উপর একটি কোর্স সম্পন্ন করেন৷ বার্লিনের কোয়াডরিগা ইউনিভার্সিটি থেকে ‘যোগাযোগ এবং নেতৃত্ব’ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন তিনি৷