জার্মানির পতাকা বানিয়ে তিনি সমালোচিত | পাঠক ভাবনা | DW | 06.06.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মানির পতাকা বানিয়ে তিনি সমালোচিত

মাগুরার কৃষক আমাজাদ হোসেন বিশ্বকাপ উপলক্ষে জার্মানির সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ পতাকা বানিয়েছেন৷ এতে পাঠকদের নানারকম প্রতিক্রিয়া উঠে এসেছে ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকার ছবি দেখে ডয়চে ভেলের পাঠক আবদুল মালেক জানিয়েছেন, তিনি এবার অস্ট্রেলিয়ার পতাকা বানাবেন৷

তবে নুরুল আবসার লিখেছেন, ‘‘যে লোকটি এটা বানিয়েছে সে তার জীবনে এক মিটার দেশের পতাকা বানাইছে বলে তো মনে হয় না''৷ নুরুল আবসার মনে করেন, বিদেশি পতাকা বানানোর মধ্যে কোনো বাহাদুরি নাই৷ পাঠক আসাদ উল্লাহ-ও নুরুল আবসারের সাথে একমত৷  

আবদুর রাজ্জাক মিন্টু মনে করেন, এসব কারণেই বাংলাদেশিরা জাতিগতভাবে পিছিয়ে আছে৷

শফিকুল ইসলাম সোহেল মনে করেন, নেহায়েত ‘পাগল' বলেই জার্মানির সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ পতাকা বানিয়েছেন আমজাদ হোসেন৷

তবে  ডয়চে ভেলের পুরনো বন্ধু আশরাফুল  ইসলাম জার্মানির ভক্ত৷ তিনি লিখেছেন, ডয়চে ভেলের কারণেই তিনি জার্মান ফুটবল দলের সমর্থক হয়েছেন৷

নুরুননাহার সাত্তার

আশীষ চক্রবর্ত্তী 

নির্বাচিত প্রতিবেদন

এই বিষয়ে অডিও এবং ভিডিও