1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মসজিদে প্রবেশে বাধা দেবে না ইসরায়েল

৮ ডিসেম্বর ২০১৭

ইসরায়েলের পুলিশ বলছে, জেরুসালেমের আল আকসা মসজিদে শুক্রবারের জুম্মার নামাজ পড়তে মুসল্লিদের প্রবেশে কোনো বাধা দেয়া হবে না৷ এদিকে, ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার ‘ক্রোধ দিবস’ পালন করছে ফিলিস্তিনিরা৷

https://p.dw.com/p/2p05B
ছবি: Getty Images/AFP/A. Gharabli

অস্থিরতা তৈরি হতে পারে এমন আশঙ্কার খবর না থাকায় মসজিদে ধর্মপ্রাণদের প্রবেশে অতিরিক্ত সীমাবদ্ধতা জারি না করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি পুলিশ৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন৷ তাঁর এই সিদ্ধান্তের প্রতিবাদ হচ্ছে বিশ্বব্যাপী৷ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় হাজার হাজার বিক্ষোভকারী শুক্রবার ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে৷ দেশ দু'টির দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

বৃহস্পতিবার পশ্চিম তীর ও ইসরায়েল-গাজা সীমান্তে ফিলিস্তিনি প্রতিবাদকারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছে৷ বিক্ষোভ হয়েছে জর্ডান, তুরস্ক, পাকিস্তান ও টিউনিশিয়ায়ও৷

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেছেন, জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়৷ তিনি বলেন, ফিলিস্তিনিদের একটি নিজস্ব রাষ্ট্রের স্বীকৃতি অবশ্যই দিতে হবে৷ ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)