1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ, গাজায় নিহত ২

৮ ডিসেম্বর ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় শুক্রবার জুম্মার নামাজের পর মুসলিমপ্রধান বিভিন্ন দেশে প্রতিবাদ হয়েছে৷ গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুজন নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/2p1nu
তুরস্কে বিক্ষোভের ছবিছবি: Reuters/O. Orsal

ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার ‘ক্রোধ দিবস’ পালন করেছে ফিলিস্তিনিরা৷ গাজায় হাজার হাজার মানুষ ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানান৷ এক পর্যায়ে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী গুলি চালালে দুজন প্রাণ হারান বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র৷ ইসরায়েলি সেনাবাহিনী নিহতের সংখ্যা নিশ্চিত করেছে৷ ‘সহিংস দাঙ্গা’ থামাতে এই পদক্ষেপ নেয়া হয় বলে জানিয়েছে তারা৷

এছাড়া পশ্চিম তীরের হেবরন, বেথেলহেম ও রামাল্লায় শত শত ফিলিস্তিনি জু্ম্মার নামাজের পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন৷ বিক্ষোভকারীরা ইসরায়েলি বাহিনীর দিকে পাথর ছুড়ে মারেন৷ জবাবে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী৷

জেরুসালেমের আল-আকসা মসজিদের বাইরেও হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করেছেন৷

বাংলাদেশের ঢাকায় বিক্ষোভে জড়ো হয়েছিল প্রায় তিন হাজার মানুষ৷

লেবাননের রাজধানী বৈরুতে হাজার হাজার মানুষ প্রতিবাদে অংশ নেন৷ ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবিরের কাছের রাস্তায় পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারী সমবেত হয়েছিলেন৷

Westjordanland Proteste gegen die Verlegung der US Botschaft nach Jerusalem
ছবি: Getty Images/AFP/A. Momani

ইরানের তেহরানে সরকারি উদ্যোগে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷ সেখানে শত শত মানুষ অংশ নেন৷ এছাড়া দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় এক সংবাদমাধ্যম৷

তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি মসজিদের বাইরে সমবেত হয়েছিলেন তিন হাজারেরও বেশি প্রতিবাদকারী৷ এই সময় তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন, আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শ্লোগান দিয়েছেন৷ রাজধানী আংকারাসহ অন্যান্য শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে৷

জর্ডান, মিশর, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়ও শুক্রবার বিক্ষোভ হয়েছে৷ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

এর আগে বৃহস্পতিবার পশ্চিম তীর এবং ইসরায়েল-গাজা সীমান্তে ফিলিস্তিনি প্রতিবাদকারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়৷ এতে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি আহত হন৷

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেছেন, জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়৷ তিনি বলেন, ফিলিস্তিনিদের একটি নিজস্ব রাষ্ট্রের স্বীকৃতি অবশ্যই দিতে হবে৷ ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷

তবে সরকারকে আরো ‘শক্ত ভাষায়’ প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ৷ শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, ‘‘সে যতবড় রাষ্ট্রই হউক না কেন, জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া আমরা মানি না, বাংলাদেশ মানে না৷ এটা আমরা গ্রহণ করি না, এটাকে প্রত্যাহার করতে হবে৷ এই কথাগুলো বর্তমান সরকারকে স্পষ্ট করে বলতে হবে, আরো জোরেশোরে বলতে হবে৷’’

জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা বিশ্বব্যাপী তার অনুসারীদের যুক্তরাষ্ট্র, তার মিত্র ও ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা চালানোর আহ্বান জানিয়েছে৷

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া আরও জটিল করে তুলছে৷ আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি৷ ফ্রান্সের প্যারিসে লেবানন নিয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন হারিরি৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, একক সিদ্ধান্ত কিংবা শক্তিশালী পক্ষ জোর করে তাদের ইচ্ছা চাপিয়ে দেয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান হবে না৷

জেডএইচ/এসিবি (এপি, রয়টার্স, এএফপি)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...