1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিরেক্টরস গিল্ড এর মনোনয়নে হলিউডের পাঁচ ছবি

১১ জানুয়ারি ২০১১

অস্কারের সময় যত এগিয়ে আসছে, ততই সম্ভাব্য সেরা ছবিদের তালিকা ছোট হচ্ছে৷ সোমবার ডিজিএ মনোনয়নের মাধ্যমে বোঝা যাচ্ছে এবার সেরা হতে যাচ্ছে কোন ছবি আর পরিচালক৷

https://p.dw.com/p/zw45
সোশ্যাল নেটওয়ার্ক ছবির একটি দৃশ্যছবি: picture-alliance/ZUMA Press

ডিরেক্টরস গিল্ড অব অ্যামেরিকা বা সংক্ষেপে ডিজিএ৷ সংগঠনটি মার্কিন চলচ্চিত্র নির্মাতাদের একটি সংস্থা৷ অস্কার মনোনয়ন এবং চুড়ান্ত বাছাইয়ে এই সংস্থাটির মতামতের প্রভাব অত্যন্ত বেশি বলে ধরা হয়৷ যেমন গত বছরের কথাই ধরুন না৷ ক্যথরিন বিগেলোর হার্ট লকারকে সেরা ছবি হিসেবে বাছাই করেছিল ডিজিএ, এর পাশাপাশি সেরা পরিচালক হিসেবেও ক্যাথরিন বিগেলো মার্কিন নির্মাতাদের ভোট পেয়েছিলেন৷ অস্কার পুরস্কারের বেলাতেও ঠিক তেমনটিই দেখা গেল৷ তাই ডিজিএ মনোনয়ন যাদের কাছে যায় তাদেরকেই সম্ভাব্য অস্কার মনোনীত এবং বিজয়ী বলে ধরে থাকেন চলচ্চিত্র বোদ্ধারা৷

67. Filmfestival Venedig BLACK SWAN
ব্ল্যাক সোয়ান ছবির একটি দৃশ্যছবি: image.net

এই বছরের তালিকাতে রয়েছে পাঁচটি ছবি৷ স্বাভাবিকভাবেই সবার আগে রয়েছে বছরের সেরা আলোচিত ছবি ড্যাভিড ফিঞ্চার পরিচালিত সোশ্যাল নেটওয়ার্ক৷ তার সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বীতা করছে ড্যারেন আরোনোফস্কি পরিচালিত ব্ল্যাক সোয়ান৷ মনে হচ্ছে, এই দুটিই পেতে যাচ্ছে সেরা ছবি এবং সেরা পরিচালকের পুরস্কার৷ তার সঙ্গে রয়েছে টম হুপার্স এর দ্য কিং স্পিচ, ডেভিড ও রাসেলের দ্য ফাইটার এবং বছরের সেরা আলোচিত সায়েন্স ফিকশন ছবি ইন্সেপশন যার পরিচালক ক্রিস্টোফার নোলান৷

উল্লেখ্য, আগামী ২৯ জানুয়ারি ডিজিএ অ্যাওয়ার্ড দেওয়া হবে৷ তার চারদিন আগেই অস্কার পুরস্কারের চুড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশ করা হবে৷ আর অস্কার পুরস্কার ঘোষণা করা হবে আগামী ২৭ ফেব্রুয়ারি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়