1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডয়চে ভেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফাহমিদা সুলতানা১ আগস্ট ২০০৮

অলিম্পিককে সামনে রেখে ইন্টারনেট সেন্সরশীপ সিস্টেম এখনও পুরোপুরি উঠিয়ে নেয়নি চীন৷ সেটি নিয়েই চীন এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি - আই ও সি-র মধ্যে এখনও চলছে টানাপোড়েন৷

https://p.dw.com/p/EogK
অলিম্পিককে সামনে রেখে ডয়চে ভেলেসহ আরো কয়েকটি আন্তর্জাতিক ওয়েবসাইট নিষিদ্ধ করেছিলো চীন

অলিম্পিক শুরুর মাত্র কয়েকদিন আগে গেমস চলাকালে মিডিয়া স্বাধীনতা নিয়ে সৃষ্ট লজ্জাজনক বিতর্ক ঘোচাতে ইন্টারনেটের ওপর থেকে কিছুটা সেন্সরশীপ উঠিয়ে নিলেও এখনও পুরোপুরি তুলে নেয়া হয়নি৷

বেইজিং গেমস কাভার করতে ইতোমধ্যেই সাংবাদিকরা চীনে পৌঁছাতে শুরু করেছেন৷ এর মধ্যে পশ্চিমা সংবাদ সংস্থার সাংবাদিকরাও রয়েছেন ৷ তবে তাদের জন্যে ব্যাপক ভিত্তিক ইন্টারনেট সুবিধা প্রথম থেকেই নিষিদ্ধ ছিল৷ অবশ্য বৃহস্পতিবার আই ও সি বেইজিং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কর্তৃপক্ষ কিছু এলাকার ইন্টারনেট সেন্সরশীপ শিথিল করেছে৷

বি বি সি-র চীনা বিভাগ এবং জার্মানির বহির্বিশ্ব বেতার কেন্দ্র ডয়েচে ভেলেও প্রথমে নিষিদ্ধ ছিল ৷ তবে এখন এই মাধ্যমগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে৷