1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার পানিসংকট মোকাবিলায় এখনও ব্যর্থ ওয়াসা

২১ জুন ২০১০

বিশ্বকাপে ব্রাজিলের বিজয়, ওয়াসার পানিসংকট মোকাবিলা আর গোলাম আযমের গোপনে দেশত্যাগের চেষ্টা৷ বাংলাদেশের সংবাদপত্রে প্রধান খবর আজ এইসবই৷

https://p.dw.com/p/Ny9w
পানির জন্য এই লাইন নিত্যনৈমিত্তিক চিত্রছবি: AP

বিশ্বকাপ জ্বরের পারদ চড়ছে সংবাদমাধ্যমে

ব্রাজিল যেহেতু বাংলাদেশে অন্যতম জনপ্রিয় দলগুলির একটি, অতএব সোমবারের সংবাদপত্রগুলির অধিকাংশই শিরোনাম করেছে ব্রাজিলের আইভরি কোস্টের বিরুদ্ধে জমজমাট ৩-১ গোলে বিজয়কে নিয়ে৷ রয়েছে রঙিন ছবিও৷ কালের কন্ঠে রঙিন ছবি ব্রাজিলের, ইত্তেফাকের শিরোনামে ব্রাজিল, সঙ্গে ছবি৷ ইত্তেফাক বলছে ব্রাজিল দ্বিতীয় পর্বে গেল বেশ জোরদার বিজয়কে সঙ্গে নিয়ে৷ অবশ্যি, সব কাগজই রবিবারের ব্রাজিল বনাম আইভরি কোস্টের ম্যাচের মারামারির কথাও উল্লেখ করতে ভোলেনি৷ দৈনিক কালের কন্ঠের বক্তব্য, ব্রাজিল জিতলেও তাদের শিবিরে বেশ হতাশা৷ কারণ, কাকার লালকার্ড৷ তিনি খেলতে পারবেন না পর্তুগাল ব্রাজিল ম্যাচে৷

পানি সংকট মোকাবিলায় ওয়াসার উদ্যোগ

বর্ষা এসে গেলেও মহানগরীর পানি সংকট মেটাতে মোটের ওপর এখনও ব্যর্থ ওয়াসা৷ নারায়ণগঞ্জ, পুরানো ঢাকা সহ রাজধানীর বহু জায়গাতে মোট ৫০ কোটি লিটার পানি সংকট লেগেই রয়েছে৷ বহু এলাকায় বিশুদ্ধ পানির নামে রমরম করে চলছে ভেজাল পানির ব্যবসা৷ ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তাফাকে উদ্ধৃত করে দৈনিক ইত্তেফাকের বক্তব্য, কিছু এলাকায় লাগাতার বিদ্যুত্সংকটই পানিসংকটের পরোক্ষ কারণ৷ মোস্তাফা জানিয়েছেন, আগামী এপ্রিল পর্যন্ত তেমন সংকট দেখা দেবে না পানি সরবরাহে৷ সরকার যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে তাতে পাঁচ বছরের মধ্যে এই সংকট সম্পূর্ণ দূরীভূত হবে বলেও ওয়াসার আশা৷

নতুন বাণিজ্যিক স্থাপনা নিয়ে আপত্তি সরকারের

ধানমণ্ডিসহ রাজধানী ঢাকার আবাসিক এলাকাগুলোয় বাণিজ্যিক ব্যবহারে নতুন করে আর কোনো ভবন বা স্থাপনা নির্মাণের অনুমতি দেবে না হাসিনা সরকার৷ বিডিনিউজটোয়েন্টিফোর এই তথ্য জানাচ্ছে তাদের আন্তর্জালে৷ বলা হয়েছে, তেজগাঁওয়ে শিল্প ও বাণিজ্যিক বলে কোন মিশ্র এলাকা রাখা হচ্ছে না৷ এ ব্যাপারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাবনা চূড়ান্ত করার কাজ চলছে বলে স্বীকার করেছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার শওকত হোসেন৷

Bangladesch Feuer in Einkaufszentrum
বসুন্ধরা সিটি মল-এর সেই ভয়াবহ আগুনের পর থেকেই বদলে গেছে পরিস্থিতি৷ছবি: AP

ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা চালাচ্ছেন গোলাম আযম

জামায়াতে ইসলামির প্রাক্তন আমির এবং যুদ্ধাপরাধী বলে অভিযুক্ত গোলাম আযম ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন বলে একটি সংবাদকে প্রথম পাতায় বড় করে ছেপেছে দৈনিক কালের কন্ঠ৷ সংবাদপত্রের লন্ডন সংবাদদাতার প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই গোলাম আযমের ব্রিটিশ ভিসার জন্য যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ৷ গোপনে দেশত্যাগ করে গোলাম আযম লন্ডনে পৌঁছে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা করবেন৷ পুরো বিষয়টির তদ্বিরের দায়িত্বে রয়েছেন যুদ্ধাপরাধী গোলাম আযমের লন্ডনপ্রবাসী পুত্র নাবিল আল আযমি৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই