1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ এবং অসাংবিধানিক: সুপ্রিম কোর্ট

১০ মে ২০১১

সুপ্রিম কোর্ট বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ এবং অসাংবিধানিক বলে রায় দিয়েছে৷ তবে আগামী দুটি জাতীয় নির্বাচন এই ব্যবস্থার অধীনে হতে পারে বলে আদালত অভিমত দিয়েছেন৷

https://p.dw.com/p/11D05
ছবি: Harun Ur Rashid Swapan

আদালত বলেছেন, জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন বা সংস্কার করতে পারে৷ কিন্তু এই ব্যবস্থার প্রধান হিসেবে সদ্য বিদায়ী সাবেক প্রধান বিচারপতি বা আপিল বিভাগের সাবেক বিচারপতিদের রাখা যাবেনা৷

ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সন্নিবেশ করা হয়৷ যার অধীনে পরবর্তী জাতীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে৷ কিন্তু এই ব্যবস্থার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করার পর ২০০৪ সালের আগস্টে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ বলে রায় দেন৷ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে দীর্ঘ শুনানির পর আজ প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ এবং অসাংবিধানিক বলে রায় দিলেন৷ তবে আগামী ২টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যতে পারে বলে আদালত অভিমত দেন৷ সাংবাদিকদের একথা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷

আদালত বলেছেন, জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন বা সংস্কার করতে পারে৷ কিন্তু প্রধান হিসেবে সদ্য বিদায়ী সাবেক প্রধান বিচারপতি বা আপিল বিভাগের সাবেক বিচারপতিদের রাখা যাবেনা৷

এই মামলার বর্তমান বাদী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান রায়কে স্বাগত জানিয়েছেন৷ তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেছেন, এই রায় সাংঘর্ষিক এবং এর ফলে সংকট বাড়বে৷ আর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক