1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়কের দাবি জোরদার করবে বিএনপি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৮ জুলাই ২০১৩

গাজীপুর সিটি নির্বাচনে পরাজয়ে আওয়ামী লীগ বড় ধাক্কা খেয়েছে৷ তাই তারা এর কারণ অনুসন্ধান করে জনগণের আরো কাছে যেতে কাজ করবে৷ ওদিকে বিএনপি মনে করে, এই নির্বাচনের মধ্য দিয়ে সরকারকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে জনগণ৷

https://p.dw.com/p/193aY
ছবি: DW

দেশের চার সিটি কর্পোরেশন রাজশাহী, সিলেট, খুলনা এবং বরিশালে পরাজিত হওয়ার পর শাসক দল গাজীপুর সিটি কর্পোরেশনকে তাদের ‘ইমেজ' পুনরুদ্ধারের ‘মিশন' হিসেবে নিয়েছিল৷ কারণ সেখানে ভোটার সংখ্যা ১০ লাখেরও বেশি, যা আগের চার সিটি কর্পোরেশনের সমান৷ তাই তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল৷

একেতো গাজীপুরকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়, তারপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনেই বিজয়ী হয়েছিল আওয়ামী লীগ৷ নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার সাবেক দুটি পৌরসভা এবং ছয়টি ইউনিয়নও আওয়ামী লীগেরে দখলে দীর্ঘদিন ধরে৷ আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খান এর আগে ১৭ বছর ধরে পৌর চেয়ারম্যান ছিলেন৷ এই নির্বাচনে জিততে ৫৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের ৫৭ জন সংসদ সদস্য সার্বক্ষণিকভাবে কাজ করেছেন৷ বসিয়ে দেয়া হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমকে৷ আর শেষ পর্যন্ত এরশাদের সমর্থনও নেয়া হয়েছে৷

Bangladesch Parlament Gebäude in Dhaka Nachtaufnahme
তত্ত্বাবধায়কের দাবি জোরদার করবে বিএনপিছবি: picture-alliance/Dinodia Photo

কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি৷ আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহ খান বিএনপির প্রার্থী এম এ মান্নানের কাছে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন৷ যোগাযোগমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেন, এই ফলাফলে এটা অবশ্যই প্রমাণিত হয় যে সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বেড়েছে৷ তাই এই পরাজয়ের কারণ অনুসন্ধান করে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমিয়ে আনবে আওয়ামী লীগ৷ কারণ এ অবস্থায় আওয়ামী লীগের আত্মশুদ্ধির প্রয়োজন আছে৷

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়কারী আফম মোজাম্মেল হক এমপি ডয়চে ভেলেকে বলেন, তাদের সাংগঠনিক দুর্বলতা ছিল৷ হেফাজতে ইসলামসহ নানা বিষয় নিয়ে অপপ্রচার চালানো হয়েছে ৷ যার জবাব তারা ঠিকমতো দিতে পারেননি৷ অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম ডয়চে ভেলেকে বলেন, ক্ষমতায় যাওয়ার পর আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা অবহেলিত৷ তাই সংগঠন দুর্বল হয়ে পড়েছে৷ যার ফলাফল আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়৷

ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, চারটি সিটির পর গাজীপুরেও শাসক দলের হার প্রমাণ করে দেশের মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে৷ সরকারকে তারা ‘না' বলে দিয়েছে৷ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হলেও সরকারের চরম ভরাডুবি হবে৷ তাই তাদের এখন স্বেচ্ছায় চলে গিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেয়া উচিত৷ দেশের মানুষ এটাই চায়৷ সরকার তা না মানলে জনগণকে সঙ্গে নিয়ে এই দাবি আদায় করা হবে৷

এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ডয়চে ভেলেকে বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ সমর্থন দেয়ায় আওয়ামী লীগের প্রার্থী অপেক্ষাকৃত কম ভোটের ব্যবধানে হেরেছেন৷ এরশাদ সমর্থন না দিলে এই ব্যবধান আরো বেশি হতো৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য