1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তরুণ ফুটবলার তৈরির কারখানা জার্মানি

২৬ এপ্রিল ২০১৩

২০১০ সালের ফুটবল বিশ্বকাপে জার্মানির কাছে চার গোলে হেরেছিল ইংল্যান্ড আর আর্জেন্টিনা৷ ঐ দলের অধিকাংশ খেলোয়াড়ই ছিল বয়সে তরুণ৷ এতই তরুণ যে জার্মানি প্রথম পর্ব পেরোতে পারবে কিনা তা-ই নিয়ে আলোচনা চলছিল৷

https://p.dw.com/p/18NOW
ছবি: picture-alliance/dpa

এর পরের ঘটনা কিন্তু ইতিহাস৷ সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল জার্মানি৷ তখনই অনেকে বুঝে গিয়েছিলেন যে, জার্মান ফুটবলে পরিবর্তনের হাওয়া বইছে৷ বাকি যারা সেটা উপলব্ধি করতে চাননি তাদের এবার আর চুপ করে থাকার উপায় রাখেনি জার্মান তরুণ ফুটবলাররা৷

চ্যাম্পিয়নস লিগের নয়বারের সেরা এবং তারকা ফুটবলারে ভরা রেয়াল মাদ্রিদকে চার গোলে হারালো যে ডর্টমুন্ড তার খেলোয়াড়দের দিকে একটু তাকান৷ মাটস হুমেল, মার্কো রয়েস, মারিয়ো গ্যোটসে, মার্সেল শ্মেলৎসার, ইলকায় গুনডোয়ান, স্ভেন বেনডার৷ ২০১০ সালে তাদেরকে জার্মানির বিশ্বকাপ দলে না নেয়ার কারণটা ছিল তাঁরা বয়সে খুবই ছোট!

জার্মান ফুটবলে তরুণদের অংশগ্রহণ বাড়াতে ২০০২ সালে এক সিদ্ধান্ত নেয়া হয়৷ এর ফলে জার্মানির প্রথম ও দ্বিতীয় বিভাগের দলগুলোকে পূর্বশর্ত হিসেবে তরুণ ফুটবলারদের খেলাতে হয়েছে৷ এছাড়া বিভিন্ন প্রকল্পে এখন পর্যন্ত খরচ করা হয়েছে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো৷

এর ফল পেতে শুরু করেছে জার্মান ফুটবল৷ বার্সেলোনার মিডফিল্ডার ও স্পেন জাতীয় দলের তারকা ফুটবলার ইনিয়েস্তা যতই বলুন, ‘স্প্যানিশ জায়ান্টদের দিন ফুরিয়ে আসছে' বলাটা ‘অন্যায়', তাঁর সঙ্গে সুর মেলানোর মতো লোকের দেখা পাওয়া বোধ হয় কঠিনই হবে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য