1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় সংসদ বেঁকে বসেছে

বারবারা ভেসেল/এসি১২ মে ২০১৬

ইউরোপীয় সংসদের প্রেসিডেন্ট মার্টিন শুলৎস তুর্কিদের বিনা ভিসায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-তে যাতায়াত নিয়ে আলোচনা পর্যন্ত করবেন না, যতদিন না তুরস্ক সব শর্ত পালন করে৷ ওদিকে আংকারা থেকে আসছে উদ্বাস্তু পাঠানোর হুমকি৷

https://p.dw.com/p/1Im9I
তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান
ছবি: Reuters/M. Sezer

ইউরোপীয় সাংসদদের কাছে তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের বাজার আপাতত ভালো যাচ্ছে না৷ দল ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সাংসদরা তাঁর সমালোচনায় মুখর৷ এর্দোয়ানের উপদেষ্টা বুরহান কুৎসু একটি সাম্প্রতিক টুইটে হুমকি দিয়েছেন যে, ইউরোপীয় সংসদ যদি তুর্কিদের বিনা ভিসায় ইউরোপে যাওয়া-আসা অনুমোদন না করে, তাহলে তুরস্ক ‘‘উদ্বাস্তুদের পাঠাবে''৷ টুইটারে এক ভাষ্যকারের মন্তব্য, ‘‘(এটা) এর্দোয়ানের তরফে স্পষ্ট স্বীকৃতি যে, তুরস্ক ইউরোপে অভিবাসীদের অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করতে পারে ও করেছে৷''

শুধুমাত্র ইইউ-এর অভিবাসন কমিশনার দিমিত্রিস আভ্রামোপুলোস কিছুটা ইতিবাচক বক্তব্য রেখেছেন৷ তাঁকে এখনও তুরস্কের সঙ্গে উদ্বাস্তু চুক্তি বাঁচানোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে৷ কাজেই তিনি ভিসা-মুক্ত যাতায়াতের পূর্বশর্তের ক্ষেত্রে তুরস্ক যে শর্তগুলি ইতিমধ্যেই পূরণ করেছে, সেগুলির কথা বলেছেন; অপরদিকে যে পাঁচটি শর্ত অপূর্ণ আছে, সেগুলির কথাও উল্লেখ করতে ভোলেননি – বিশেষ করে তুরস্কের বিতর্কিত সন্ত্রাসবাদ প্রতিরোধী আইনের কথা৷ ইউরোপীয় ইউনিয়নের মতে এই আইনের পরিবর্তন দরকার এবং সাংবাদিক ও সরকারের সমালোচকদের বিরুদ্ধে এ আইন প্রয়োগ করা চলবে না৷

তুরস্কের ইউরোপ মন্ত্রী ফল্কান বজকির স্ট্রাসবুর্গে আংকারার বার্তার পুনরাবৃত্তি করে বলেছেন যে, সন্ত্রাসবাদ প্রতিরোধী আইনের পরিবর্তন করা সম্ভব নয়৷ অপরদিকে একাধিক ইইউ সাংসদ আংকারার মনোভাবকে স্রেফ ব্ল্যাকমেল হিসেবে দেখছেন৷ সাংবাদিক ও বিরোধীদের নিপীড়নে ইউরোপীয় ইউনিয়ন এর্দোয়ানের সহযোগী হয়ে উঠতে পারে না, এই হলো সাংসদদের মনোভাব৷ এর্দোয়ান তাঁর নিজের দেশের জনগণ – অর্থাৎ কুর্দদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন, এও একটি অভিযোগ৷ সব মিলিয়ে ইউরোপীয় সংসদের একাধিক সদস্যের দৃষ্টিতে তুরস্ক ৭২টি শর্তের সব ক'টি পূরণ করার আগে তুর্কিদের ভিসা-মুক্ত যাতায়াতের অধিকার দেবার কোনো প্রশ্নই ওঠে না৷ ওদিকে এর্দোয়ান চান, আগামী অক্টোবরের মধ্যেই তা সম্ভব হোক৷

স্ট্রাসবুর্গের সর্বাধুনিক বিতর্ক থেকে একটি জিনিস স্পষ্ট হয়ে গেছে: আংকারার প্ররোচনার ফলে ইউরোপীয় সংসদ এবার বেঁকে বসেছে৷ সাংসদদের একটি বড় অংশ তুর্কিদের জন্য ভিসা-মুক্ত সফর সমর্থন করবে না, যদি না আংকারা তার নীতির আমূল পরিবর্তন ঘটায়৷ ইইউ সাংসদরা স্পষ্ট করে দিয়েছেন যে, তারা ‘‘ইউরোপীয় মূল্যবোধ বিসর্জন'' দিয়ে উদ্বাস্তু সংকট সমাধানে তুরস্কের সঙ্গে সমঝোতাকে বাঁচাতে রাজি নন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান