1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুষারধস

৭ এপ্রিল ২০১২

বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত কাশ্মীরের সিয়াচেন সীমান্ত এলাকা৷ সেখানের গায়ারিতে তুষারধসে তলিয়ে গেছে পাকিস্তানি সামরিক ঘাঁটির অংশ বিশেষ৷ এতে শতাধিক সৈন্যের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷

https://p.dw.com/p/14ZKV
(FILES A file photograph showing a Pakistani Army helicopter flying in the outskirts of Skardu near Siachen where the world's biggest glaciers lies, Sunday 15 May 2005. The Indian Army has rejected a possible compromise with Pakistan over the disputed Siachen glacier, days before the peace talks between the South Asian neighbours are to begin, media reports said Sunday 12 November 2006. Senior Indian Army officers said Siachen was strategically important for India and that the military had no intentions of withdrawing troops as it occupied vantage positions on the glacier. EPA/OLIVIER MATTHYS +++(c) dpa - Report+++
ARCHIV Siachen Gletscher Pakistan 130 Soldaten von Lawine verschüttet pakistanischer Armeehelikopterছবি: picture-alliance/dpa

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস জানিয়েছেন, শনিবার ভোরের দিকে তুষারধসের ঘটনা ঘটে৷ ফলে অনেক সেনা সদস্য ঘুমন্ত অবস্থায়ই তুষারধসে চাপা পড়ে গেছে বলে মনে করা হচ্ছে৷ এতে নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি - এনএলআই-এর একশ'রও বেশি সেনা সদস্য এবং একজন কর্নেল প্রাণ হারিয়েছেন৷ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চাপা পড়া সেনার সংখ্যা ১১৭ জন৷ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উচ্চ ঘ্রাণশক্তি সম্পন্ন কুকুর এবং হেলিকপ্টার নিয়ে সেনাবাহিনীর বিশেষ দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে৷

উল্লেখ্য, ৬৩০০ মিটার উঁচু সিয়াচেন সীমান্ত এলাকায় ১৯৮৪ সাল থেকে ভারত ও পাকিস্তানের প্রায় ১০ হাজার সৈন্য মোতায়েন রয়েছে৷ ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারত ও পাকিস্তান কাশ্মীর অঞ্চলে নিজেদের দখল বজায় রাখতে দুই দফা যুদ্ধ করেছে৷ ১৯৮৪ সালে ভারত প্রথম সিয়াচেন অঞ্চলে সৈন্য পাঠিয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে নেয়৷ এর পরপরই পাকিস্তানও সেখানে সেনা মোতায়েন করে৷ উভয়পক্ষের মধ্যে ১৯৮৭ সালে ভীষণ যুদ্ধ হয়৷ অবশ্য শেষ পর্যন্ত ২০০৪ সালে পাকিস্তান ও ভারত সেখানে শান্তি প্রক্রিয়ায় ঐকমত্যে আসে৷ সেই থেকে সিয়াচেনে দুই দেশের সৈন্যদের মধ্যে আর যুদ্ধ হয়নি৷

An aerial view of mountains is seen around Kargil, India, Saturday, June 11, 2005. The Indian Prime Minister Manmohan Singh is on a three-day visit to the remote Ladakh district in northwest Kashmir that began Friday to inaugurate two-power projects and to interact with Indian soldiers at Siachen, the world's highest battlefield. (ddp images/AP Photo/Sebastian John)
তুষারে ঢাকা সিয়াচেন অঞ্চলছবি: AP

তবে শীতকালে সেখানে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে তুষার ঝড় হয়ে থাকে৷ তাই বিশেষজ্ঞদের ধারণা, সিয়াচেন অঞ্চলের খারাপ আবহাওয়া এবং তুষারধসের ফলে যতো সৈন্য প্রাণ হারিয়েছে তা যুদ্ধে হতাহতের চেয়েও বেশি৷ গত ফেব্রুয়ারি মাসেও কাশ্মীরের পাহাড়ি এলাকায় টহলরত অবস্থায় তুষারধসের শিকার হয়ে প্রাণ হারিয়েছে ১৬ জন ভারতীয় সৈন্য৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, (এএফপি, রয়টার্স)

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য