1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দরপতনে একঘন্টার মধ্যে পুঁজিবাজারের লেনদেন বন্ধ, বিক্ষোভ-ভাংচুর

১০ জানুয়ারি ২০১১

বাংলাদেশের পুঁজিবাজারে ব্যাপক দরপতনের কারণে সোমবার শেয়ার বাজার শুরুর একঘন্টার মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে লেনদেন বন্ধ করে দেয় সিকউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন-এস ই সি৷ অবশ্য মঙ্গলবার আবার লেনদেন হবে৷

https://p.dw.com/p/zvek
উদ্বিগ্ন ক্ষুদ্র বিনিয়োগকারীরাছবি: DW

লেনদেন বন্ধ করায় বিনিয়োগকারীরা দিনভর মতিঝিল স্টক এক্সেচেঞ্জের সামনে বিক্ষোভ ও গাড়ি ভাংচুর করছে৷ পুলিশ কয়েকজন ক্ষুদ্র বিনিয়োগকারীকে আটক করে৷ পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অন্তত ১৫ জন৷

টানা এক সপ্তাহ দরপতনের পর সোমবার পুঁজিবাজারে ঘটে স্মরণকালের ভয়াবহ দরপতন৷ প্রথম ৪০ মিনিটেই সূচক পড়ে যায় ৬৬০ পয়েন্ট৷ আরো পতন ঠেকাতে জরুরী বৈঠক করে একঘন্টার মাথায় লেনদেন বন্ধ করে দেয় এস ই সি৷ এতে বিনিয়োগকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন৷ তারা মতিঝিল এলাকায় ব্যাপক গাড়ি ভাংচুর এবং যানবাহনে আগুন ধরিয়ে দেন৷ বিনিয়োগকারীরা দাবী করেন, এই দরপতনের পিছনে কারাসাজি রয়েছে৷ তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামানা করেন৷ তারা বলেন, পুঁজিবাজারের এই দরপতনের কারণে ৪০ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী ও তাদের পরিবার পুঁজি হারিয়ে পথে বসেছেন৷ আর এখন তাদের পুলিশের লাঠি পেটার শিকার হয়ে জেলে যেতে হচ্ছে৷

Bangladesch Investoren 2011
ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনছবি: DW

পরিস্থিতি সামাল দিতে এস ই সি মার্জিন লোন বাড়ান ও নেটিং সুবিধা চালুসহ বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে৷ এস ই সি’র চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার ডয়চে ভেলেকে বলেন, শুধু এসব সিদ্ধান্তে পুঁজিবাজার স্বাভাবিক করা যাবে না৷ বিনিয়োগকারীদের যৌক্তিক আচরণ করতে হবে৷ কারণ শেয়ারের দাম ওঠা নামা স্বাভাবিক ঘটনা৷ এ’নিয়ে রাস্তায় নামলে পরিস্থিতি আরো জটিল হবে৷

ঢাকা স্টক এক্সেচেঞ্জের সভাপতি শাকিল রিজভী পুঁজিবাজারের আচরণকে অস্বাভাবিক বললেও তিনি মনে করেন আস্থা হারানোর মত ঘটনা এখনো ঘটেনি৷ চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের সভাপতি ফকরুদ্দিন আলী আহমেদ এজন্য কিছু মাল্টি লেভেল মার্কেটিং প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানকে দায়ি করেন৷

গত এক বছরে শেয়ার বাজারের সূচক ৩ হাজার ৫শ’ পয়েন্ট বেড়েছে৷ আর গত একমাসে সূচক কমেছে ২ হাজার ৫শ’ পয়েন্ট৷ ১৯৯২ সালে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এস ই সি প্রতিষ্ঠার পর এই প্রথম দরপতন ঠেকাতে লেনদেন বন্ধ করতে হল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী