1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দামেস্কের পূর্বাঞ্চলে হামলা

২৮ আগস্ট ২০১২

সিরিয়ার সরকারি সেনারা মঙ্গলবার সেদেশের রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে সামরিক অভিযান বাড়িয়েছে৷ সোমবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেই অঞ্চলের দিকে বাড়তি নজর দিচ্ছে সরকারি বাহিনী৷

https://p.dw.com/p/15xtn
ছবি: Reuters

বিদ্রোহীরা দাবি করে, হেলিকপ্টারটি তাদের গুলিতে বিধ্বস্ত হয়৷

দামেস্কের পূর্বাঞ্চলে অবস্থিত শহর জামালকা, কুয়াবন, জুবার এবং আইন টারমায় গোলাবর্ষণ শুরু করছে সরকারি সেনারা৷ সেদেশে যুদ্ধরত বিদ্রোহী সেনাদের এক কমান্ডার জানিয়েছেন, সরকারি সেনারা এখন দামেস্কের পূর্বে অবস্থিত দুর্গম গুটা এলাকায়ও অভিযান চালাচ্ছে৷

সোমবার সিরিয়ায় সহিংসতায় প্রাণ হারিয়েছে ১৯০ ব্যক্তি৷ হতাহতের এই ঘটনার পর মঙ্গলবার সেদেশে গৃহযুদ্ধের তীব্রতা আরো বেড়েছে৷ লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এই তথ্য৷

এদিকে, সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে আবারো গণহত্যার অভিযোগ উঠেছে৷ দারায়া শহরে গত সপ্তাহে কয়েক শত বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় স্বাধীন তদন্ত দাবি করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র মার্টিন নেসিরকি এই বিষয়ে বলেন, ‘‘মহাসচিব দারায়ায় হত্যাকাণ্ডের খবর শুনে অত্যন্ত বিচলিত হয়েছেন এবং এই ভয়াবহ ও নৃশংস অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন৷''

লন্ডনভিত্তিক অবজারভেটরি মঙ্গলবার জানিয়েছে, দারায় আরো সাত ব্যক্তির মরদেহ পাওয়া গেছে৷ তবে এদের পরিচয় জানা যায়নি৷ সেখান থেকে এখন পর্যন্ত ৩৪০টির মতো মরদেহ উদ্ধার করা হয়েছে৷ অ্যাক্টিভিস্টদের দাবি, গত সপ্তাহে শহরটিতে টানা পাঁচদিন গোলাবর্ষণ করে সরকারপন্থী সেনারা৷ এসময় তারা ঘরে ঘরে অভিযান চালায় এবং নির্বিচারে মানুষ খুন করে৷ সরকারি বাহিনীর এই অভিযান শেষ হওয়ার পর সেখানে কয়েকশত মরদেহের সন্ধান পায় অ্যাক্টিভস্টরা৷ তারা ইন্টারনেটে এসংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে৷ এতে বেশ কিছু রক্তাক্ত মরদেহ দেখা গেছে৷ দারায়ার একটি কবরস্থানে মরদেহগুলো সারিবদ্ধভাবে রাখা ছিল৷

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন দারায়া শহরে এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে৷ ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এধরনের গণহত্যা ‘‘পুরোপুরি অগ্রহণযোগ্য৷''

প্রসঙ্গত, সিরিয়ার বিদ্রোহী পক্ষের সামরিক শাখা ‘ফ্রি সিরিয়ান আর্মি' সোমবার দাবি করে, কুয়াবন জেলায় সরকারি বাহিনীর একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে তারা৷ সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনও হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করেছে৷ তবে ঠিক কি কারণে এটি বিধ্বস্ত হয়েছে, সেটা জানায়নি সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন৷ এর আগে একটি বিমান ভূপাতিত করার দাবিও জানিয়েছিল ফ্রি সিরিয়ান আর্মি৷

এআই / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য