1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি দমন

সমীর কুমার দে, ঢাকা২৫ নভেম্বর ২০১২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে যখন সরকারের দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে, তখন দুর্নীতি দমন কমিশন সরকারের দুর্নীতির কোন খোঁজ পাচ্ছে না৷

https://p.dw.com/p/16pMl
Korruption in Bangladesch, Banknoten als Bestechung Datum: 06.12.2011 Eigentumsrecht: AHM Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ ফেরত আনার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনকে আবার অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ শনিবার বিএনপির এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই সংস্থাটি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে৷ যখন সারাদেশে সরকারের দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে, তখন দুর্নীতি দমন কমিশন সরকারের দুর্নীতির কোনো খোঁজ পাচ্ছে না৷ দুর্নীতির কেলেঙ্কারির সঙ্গে জড়িত সুরঞ্জিত সেনগুপ্ত ও সৈয়দ আবুল হোসেনের মতো মন্ত্রীদের দুদক ভালো মানুষের সার্টিফিকেট দিয়েছে৷

খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ আনার ঘটনাটি ‘ভুয়া' দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে সরকার বিরোধী দলের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে৷ একজন ব্যক্তিকে তার অনুপস্থিতিতে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সাজা দেয়া হচ্ছে৷ যা কখনই সুস্থ গণতন্ত্র হতে পারে না, বলে উল্লেখ করেন তিনি৷

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, হল-মার্ক, ডেসটিনি, পুঁজিবাজার থেকে সরকারের লোকজন লাখ লাখ কোটি টাকা পাচার করেছে৷ দেশের মানুষ আর বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না৷ পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রীর পরিবারের সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, ক্যানাডিয়ান আদালতে যাদের বিচার হচ্ছে, তারা স্বীকার করেছে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন এই দুর্নীতির সঙ্গে জড়িত৷

এদিকে ঢাকা কলেজের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ বলেছেন, কোকোর পাচার করা টাকা ফেরৎ এসেছে তারপরও তারা খালেদা জিয়ার পুত্রদের সৎ বলছেন৷ এ নিয়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন৷ আসলে যুদ্ধপরাধের বিচার বাধাগ্রস্থ করতে তারা এখন যুদ্ধপরাধীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য