1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ ১৩ নম্বরে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ ডিসেম্বর ২০১২

সার্বিক বিবেচনায় অবশ্য বাংলাদেশের অবস্থা আগের থেকে আরো খারাপ হয়েছে৷ কারণ, আদতে বাংলাদেশ আরো ২৪ ধাপ পিছিয়েছে গেছে৷ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই-এর প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে এ তথ্য প্রকাশ পেয়েছে৷

https://p.dw.com/p/16w8g
ছবি: DW

টিআই-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৷ আগের বছরও ঐ একই অবস্থানে ছিল বাংলাদেশ৷ কিন্তু গত বছর বিশ্বের ১৮৩টি দেশের মধ্যে দুর্নীতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সূচক ধরা হয়েছিল ১২০ নম্বরে৷ আর এবার, ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৪তম৷ তাই সার্বিক বিবেচনায় বাংলাদেশে দুর্নীতি গত বছরের তুলনায় বেড়েছে৷ সারা বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান৷

Transparency International Logo
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

প্রতিবেদনে বলা হয়েছে যে, বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বাড়ার পেছেনে পদ্মা সেতু এবং হলমার্ক কেলেঙ্কারির ভূমিকা রেখেছে৷ আর স্থানীয় পর্যায়ের ছোট খাট দুর্নীতি হিসেবে আনলে সূচক আরো খারাপ হবে বলে জানিয়েছএন টিআইবি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল৷

তিনি বলেন, শুধু টিআই-এর রিপোর্ট নয় রাজনীতির মাঠ এবং খোদ সংসদেই এসব দুর্নীতি নিয়ে কথা হচ্ছে৷ যা থেকে দুর্নীতির ভয়াবহতা বোঝা যায়৷ আর এই দুর্নীতি দমনে দুদক কার্যকর ভূমিকা পালন করতে পারছে না বলে মনে করেন ড. ইফতেখারুজ্জামামান৷

এবারের রিপোর্টে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড৷ আর সবচেয়ে বেশি দুর্নীতি হয় আফগানিস্তান, সোমালিয়া এবং কোরিয়ায়৷ প্রসঙ্গত, ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ছিল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য