1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পপ লেডিদের দখলে গ্র্যামি এ্যাওয়ার্ড

১৪ ফেব্রুয়ারি ২০১১

এবারের গ্র্যামি এ্যাওয়ার্ডের শীর্ষে অবস্থান পপ লেডিদের৷ তিন মার্কিন তরুণীর লেডি এ্যান্টেবেলাম এবং পপ স্টার লেডি গাগা শীর্ষে রয়েছেন গানের জন্যে সম্মানজনক এই পুরস্কারের তালিকায়৷

https://p.dw.com/p/10Grl
পপ স্টার লেডি গাগাছবি: dapd

লেডি এ্যান্টেবেলাম-এর ‘নিড ইউ ন্যাউ' গানটি বছরের সেরা গান এবং সেরা বেস্ট সেলার রেকর্ডের মর্যাদা পেয়েছে৷ তাদের দল ছিনিয়ে নিয়েছে পাঁচটি পুরস্কার৷ ‘দ্য ফেম মনস্টার' এ্যালবামের জন্যে সেরা পপ গায়িকার আসন ছিনিয়ে নিয়েছেন লেডি গাগা৷ পেয়েছেন তিনটি পুরস্কার৷ সুপারস্টার জে-জি তিনটি গ্র্যামি পেয়েছেন৷ ‘‘এম্পায়ার স্টেট অফ মাইনড''-এর জন্যে তিনি দুটি পুরস্কার পান৷

লস এ্যাঞ্জেলেসের অনুষ্ঠানস্থলে লেডি গাগা নামেন একটি ডিমের ভিতর থেকে৷ এদিকে এবারের পাঁচটি গ্র্যামি ছিনিয়ে নেওয়া লেডি এ্যান্টেবেলাম দলটি এতোগুলো পুরস্কার পেয়ে বিহ্বল হয়ে পড়ে৷ ব্যান্ডটির নারী সদস্য হিলারি স্কট, শো-এর পরে বলেন, ‘‘আমরা যেন মেঘের মধ্যে বাতাসে ভাসছি৷'' এমিনেম, যিনি রিহান্নার সঙ্গে গেয়েছিলেন ‘‘লাভ দ্য ওয়ে ইউ লাই'' তিনি দশটি ক্যাটেগরিতে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিলেন৷ কিন্তু শেষে গিয়ে দেখা গেলো তিনি মাত্র দুটি পুরস্কার পেয়েছেন৷ সেরা এ্যালবাম ‘‘রিকভারি'' এবং সেরা একক সংগীত ‘‘নট অ্যাফ্রেইড''-এর জন্যে৷

স্যার পল ম্যাককার্টনি তাঁর ‘‘গুড ইভনিং নিউ ইয়র্ক সিটি'' এ্যালবামে সেরা একক রক সংগীতের জন্যে গ্র্যামি পেয়েছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী