1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবর্তনের হাওয়ায় মরক্কোতে গণভোট

১ জুলাই ২০১১

আরর বিশ্বে গণতান্ত্রিক জাগরণের যে ঢেউ উঠেছে, তার প্রতিক্রিয়ায় মরক্কোর নতুন সংবিধানের ওপর গণভোট অনুষ্ঠিত হলো৷ এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে মরক্কোর রাজা সংবিধানে যেসব পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন সেগুলো কার্যকর হবে৷

https://p.dw.com/p/11nP9
রাজধানী রাবাতে রাজার সমর্থকদের মিছিলছবি: AP

প্রেক্ষাপট

আরব বিশ্বের অন্যান্য দেশে গণতন্ত্রের দাবিতে প্রবল আন্দোলন দেখা গেলেও মরক্কোতে তেমনটা দেখা যায়নি৷ তবে মরক্কোতে গণতন্ত্রের দাবিতে প্রবল আন্দোলন না হলেও আরব বিশ্বের সেই আন্দোলনের ঢেউ কিন্তু ঠিকই এখানে এসে ধাক্কা দিয়েছে৷ কিন্তু ধাক্কা জোরালো হবার আগেই মরক্কোর রাজা পরিস্থিতি বুঝে উদারনীতির পথে হেঁটেছেন৷ তবে মরক্কোতে একটি আন্দোলন ঠিকই চলছে৷ গত ২০ ফেব্রুয়ারি গণতন্ত্রকামী অনেক মানুষ মরক্কোতে প্রতিবাদ জানিয়েছেন এবং তারা অন্যান্য দেশের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন৷ ফেব্রুয়ারি টোয়েন্টি নামে সেই প্রতিবাদে যারা যোগ দিয়েছিলেন তাদের দাবি ছিল রাজতন্ত্রের হাত থেকে সর্বময় ক্ষমতা কেড়ে নিয়ে সংসদকে দেওয়া৷ বলা চলে, তাদের সেই প্রতিবাদের ফসল এই সংবিধান পরিবর্তন এবং গণভোট৷

Marokko Demonstration in Casablanca Polizei
ক্যাসাব্লাঙ্কাতে প্রতিবাদকারিদের মিছিলে চড়াও হয় পুলিশছবি: dapd

পরিবর্তন

রাজা ষষ্ঠ মোহাম্মদ তার প্রস্তাবে সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনার কথা বলেছেন৷ প্রথমেই প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়৷ আগে এটি রাজার হাতে থাকলেও এখন থেকে সংসদই ঠিক করবে সেটি৷ প্রধানমন্ত্রী হবেন সরকার প্রধান৷ এছাড়া মন্ত্রীদের নিয়োগ রাজার হাতে থাকলেও সেটি তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে করতে হবে৷ অর্থাৎ নির্বাহী অনেক ক্ষমতা এখন রাজার কাছ থেকে চলে যাবে প্রধানমন্ত্রীর হাতে৷ এছাড়া সংখ্যালঘু গোষ্ঠীর ভাষা আমাজিঘকে আরবির মতই দাপ্তরিক ভাষা হিসেবে গণ্য করা হবে৷ তবে রাজার হাতে সামরিক কর্তৃত্ব বহাল থাকছে, এবং তিনিই রাষ্ট্রের প্রধান হিসেবে বিবেচিত হবেন৷ এছাড়া ধর্মীয় এবং বিচারিক বিভাগের প্রধানও থাকছেন তিনি৷

আসল দাবি

তবে ফেব্রুয়ারি টোয়েন্টি সংশ্লিষ্ট অনেকে কিন্তু এই গণভোটকে মেনে নিচ্ছেন না৷ তারা এই গণভোট বয়কটেরও দাবি জানিয়েছেন৷ আসলে তাদের যুক্তি হলো, এই নামকাওয়াস্তে পরিবর্তন করে লাভ নেই৷ তারা চায় সত্যিকার গণতন্ত্র৷ এই গণভোটে ভোটার সংখ্যা ১৩ মিলিয়ন৷ সকাল থেকে তেমন ভোটার দেখা না গেলেও পরে বেশ কিছু ভোটার ভোট দিয়েছেন বলে জানা গেছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুপুরের মধ্যে ২৬ শতাংশ ভোট পড়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য