1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন বছরের প্রতিজ্ঞা

৩১ ডিসেম্বর ২০১৫

শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংরেজি নতুন বছর ২০১৬৷ প্রতিবার নতুন বছর শুরুর আগে অনেক মানুষ কিছু প্রতিজ্ঞা ও লক্ষ্য নির্ধারণ করে থাকে, যেটা তারা নতুন বছরে বাস্তবায়ন করতে চায়৷

https://p.dw.com/p/1HWQi
Symbolbild Sektglas Sylvester Feuerwerk anstoßen nicht für Social Media
ছবি: picture-alliance/dpa/Stockfood

কখনও সেই লক্ষ্য পূরণ সম্ভব হয়, কখনও হয় না৷ কিন্তু তবুও মানুষ আবারও নতুন করে নতুন বছরের জন্য লক্ষ্য ঠিক করে৷

সামাজিক যোগাযোগের মাধ্যম চলে আসায় মানুষ এখন অন্যকে তাদের ইচ্ছা জানাতে পারছে৷ যেমন টুইটারে একটি হ্যাশট্যাগ বেশ ব্যবহৃত হচ্ছে৷ ব্যবহারকারীরা #NewYearsResolutionIn5Words (#নিউইয়ার্স-রেজোলিউশন-ইন-ফাইভ-ওয়ার্ডস) হ্যাশট্যাগ ব্যবহার করে পাঁচ শব্দে তাদের পরিকল্পনা বা ইচ্ছার কথা জানাচ্ছেন৷

এ সব টুইটে নিজের ইচ্ছা প্রকাশের পাশাপাশি অনেকে আবার অন্যদের জন্যও কিছু পরামর্শ দিয়েছেন৷ চলুন, প্রথমে ব্যক্তিগত ইচ্ছার কথাগুলো জেনে নিই৷

এবার দেখে নিই অন্যদের জন্য পরামর্শ দেয়া টুইটগুলো৷

পাঠক, নতুন বছরে আপনার ‘রেজোলিউশন’ কী? জানান নীচে, মন্তব্যের ঘরে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান