1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচজন প্রখ্যাত আঁকিয়ে-বাজিয়ে

২২ নভেম্বর ২০১৭

ইউরোপের এমন পাঁচজন প্রখ্যাত রক সংগীতশিল্পীর নাম করুন দেখি, যাঁদের সবাই জীবিত আর প্রত্যেকেই ছবি আঁকেন? পাঁচজনের একজন তো বলেন, তিনি আসলে পেশায় চিত্রশিল্পী, যদিও গিটার বাজিয়ে খান৷

https://p.dw.com/p/2o1nZ
রন উড ও তাঁর অংকনশিল্পীছবি: Imago/i Images

পাঁচজন ইউরোপীয় সংগীতশিল্পী; এরা যে ছবিও আঁকেন, তা হয়ত আপনার জানাই ছিল না৷

উডো লিন্ডেনব্যার্গ

আঁকড়ি-বুকড়ি দিয়েই আঁকার শুরু৷ এই সংগীতশিল্পী তার ফ্যানদের অটোগ্রাফ দিতে গিয়ে প্রথম আঁকতে শুরু করেন; পরে তা সত্যিকারের শিল্পকলা হয়ে দাঁড়ায়৷ ছবি দেখলেই বোঝা যাবে, এ শিল্পী জার্মান রক গায়ক উডো লিন্ডেনব্যার্গ ছাড়া আর কেউ হতেই পারেন না৷

১৯৯৫ সাল যাবৎ লিন্ডেনব্যার্গকে বহুবার চিত্রকরের ভূমিকায় দেখা গেছে৷ আয়ারলিক্যর বা ব্লু কুরাসাও কিংবা হুইস্কির মতো পানীয় দিয়ে ছবি এঁকে থাকেন লিন্ডেনব্যার্গ, সঙ্গে পানও চলে! এই না হলে রকস্টার৷

যে সব সংগীতশিল্পী ছবি আঁকেন

রন উড

সংগীত জগতের বিরাট বড় বড় তারকাদের প্রতিকৃতি: অ্যাক্রিলিক রং দিয়ে স্ল্যাশ-এর ছবি; কিংবা প্যাস্টেল রং দিয়ে জিমি হেনড্রিক্স-এর ছবি৷ যিনি এঁকেছেন, পপ সংগীতের জগতে তিনি নিজেও কিছু কম যান না: তিনি হলেন রোলিং স্টোন গোষ্ঠীর গিটারবাদক রন উড৷ রন উডের বক্তব্য হল, তিনি আসলে একজন চিত্রশিল্পী, যিনি একটু-আধটু বাজিয়েও থাকেন৷ গানবাজনার ক্যারিয়ার শুরু করার আগে তিনি লন্ডনের একটি আর্ট স্কুলে আঁকা শিখেছিলেন – আর সেযাবৎ আঁকা ছাড়েননি৷

রন উড ইতিমধ্যে ইউরোপ, অ্যামেরিকা ও এশিয়ায় চিত্রপ্রদর্শনী করেছেন৷ তাঁর একটি ছবির দাম আট লাখ ইউরো অবধি উঠতে পারে; শুধু আর্ট প্রিন্টগুলোই বিক্রি হয় হাজার হাজার ইউরো মূল্যে৷

পল ম্যাককার্টনি

পল ম্যাককার্টনি হলেন আদতে বিটল৷ ১১ বছর বয়সে ম্যাককার্টনি নাকি স্কুলের একটি অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছিলেন৷ তবে তাঁর হালের চিত্রকর্মের সমালোচক কিছু কম নয়: ম্যাককার্টনি নাকি আবোল-তাবোল, সস্তার সেন্টিমেন্টের ছবি এঁকে থাকেন, বলে তাদের অভিযোগ৷

রিঙ্গো স্টার

বিটলস গোষ্ঠীর সাবেক ড্রামার রিঙ্গো স্টারের আঁকায় ছবিতে বিশেষ আবেগের স্পর্শ খুঁজে পাওয়া যাবে না৷ তিনি কীভাবে আঁকা শুরু করলেন, সে বিষয়ে রিঙ্গো একবার বলেছিলেন: তিনি নাকি হোটেলের ঘরে বসে বোর হচ্ছিলেন, তাই কম্পিউটারের গ্রাফিক প্রোগ্রাম নিয়ে খেলতে শুরু করেন৷ সেই থেকেই তাঁর আঁকার সূচনা৷ তবে রিঙ্গো নিজের অঙ্কনশিল্পকে বিশেষ গুরুত্ব দেন না – যদিও ছবিগুলো ভালোই বিক্রি হয়৷

বোনো

পিটার ও নেকড়ের গল্প শুধু সের্গেই প্রোকোফিয়েভ-এর সিমফনিতেই নয়; আইরিশ সংগীতশিল্পী গ্যাভিন ফ্রাইডে তা সিডি ও বই হিসেবে বার করেছেন৷ বইটির অলঙ্করণ করেন গ্যাভিনের ছেলেবেলার বন্ধু, ইউটু সংগীত গোষ্ঠীর গায়ক বোনো৷ বোনো তাঁর দুই কন্যা জর্ডান আর ইভ-এর সাহায্য নিয়ে গ্যাভিনের বইটির জন্য ছবি আঁকেন৷ ২০০৩ সালে সেই আদত ছবিগুলি নিলামে তিন লাখ ইউরোর বেশি দাম পায়, যার সবটাই যায় দাতব্যে৷

আন্টিয়ে বিন্ডার/এসি