1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান সফর বাতিল করল নিউজিল্যান্ড ক্রিকেট টিম

সঞ্জীব বর্মন৪ মার্চ ২০০৯

মঙ্গলবার পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর সেদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে৷ ভারত ও অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করল৷

https://p.dw.com/p/H5AE
পাকিস্তানে সন্ত্রাসবাদের শিকার এবার ক্রিকেটছবি: AP

শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ বাতিল হয়ে যাওয়ার পর ২০১১ সালে দক্ষিণ এশিয়ায় ক্রিকেট বিশ্বকাপের সময়েও পাকিস্তানে কোনো ম্যাচের আয়োজন সম্ভব হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে৷ এবার নিউজিল্যান্ড দলও চলতি বছরের শেষে পরিকল্পিত পাকিস্তান সফর বাতিল করল৷ সেদেশের ক্রিকেটের শীর্ষ কর্মকর্তা জাস্টিন ভন বলেছেন, ‘‘কোনো অবস্থায় এই সিরিজ সম্ভব নয়৷ আমরা পাকিস্তান যাচ্ছি না – এটা একেবারেই স্পষ্ট৷’’ অদূর ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক টিমই পাকিস্তান যাবে না বলে তিনি মনে করছেন৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও এমনটাই ঘটবে বলে মনে করছে৷ জাস্টিন ভন আরও বলেন, পাকিস্তান সফর বাতিল করলেও নিউজিল্যান্ড দুবাই বা আবু ধাবির মত নিরপেক্ষ এলাকায় পাকিস্তান টিমের বিরুদ্ধে খেলতে পারে৷ উল্লেখ্য, পাকিস্তান ইতিমধ্যেই দুবাই ও আবু ধাবিতে অস্ট্রেলিয়া টিমের বিরুদ্ধে ৫টি ওয়ান ডে ম্যাচ এবং একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি হয়েছে৷ অস্ট্রেলিয়া টিমও পাকিস্তান সফর বাতিল করেছিল৷