1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় এবং....

৪ জুন ২০১৮

মাদকবিরোধী অভিযানে ইইউ মিশনগুলোর তদন্তের দাবি, নির্বাচনের বরাদ্দ, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয়সহ আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিন একনজরে৷

https://p.dw.com/p/2yuwi
ছবি: Getty Images/S. Abdullah

মাদকবিরোধী অভিযানের তদন্ত চায় ইইউ মিশনগুলো

বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে কথিত ‘বন্দুকযুদ্ধে' মৃত্যুর সব ঘটনার পূর্ণ তদন্ত চেয়েছে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের মিশনগুলো৷ এক যৌথ বিবৃতিতে জানানো হয়, কর্তৃপক্ষ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সন্দেহভাজন অপরাধীদের ‍মৃত্যুর প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে বলে আশা করছেন তারা৷ ঢাকায় ইইউ দেশগুলোর মিশনপ্রধানদের সম্মতিতে ইইউর স্থায়ী প্রতিনিধির পক্ষে এই বিবৃতি দেওয়া হয়৷ মাদকবিরোধী অভিযানে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে৷ এসব ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১২০ জনেরও বেশি মানুষ৷

সংসদ নির্বাচনে এবার বরাদ্দ ৬৭৫ কোটি টাকা

ভোটের বছরে একাদশ সংসদ নির্বাচনের জন্য ৬৭৫ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে নির্বাচন কমিশন৷ পাশাপাশি নতুন অর্থবছরে স্থানীয় সরকারের নির্বাচনের জন্য পাচ্ছে ৬০৩ কোটি টাকা৷ সব মিলিয়ে ভোটের জন্য ১২৭৮ কোটি টাকা বরাদ্দ করতে নির্বাচন কমিশনের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থমন্ত্রণালয়৷

মঙ্গলবার বাজেট অধিবেশন

মঙ্গলবার শুরু হচ্ছে এই সরকারের মেয়াদের শেষ বছরের বাজেট অধিবেশন৷ এটি হবে চলতি দশম জাতীয় সংসদের একবিংশতম অধিবেশন৷ এ অধিবেশনেই আগামী ৭ জুন আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ শেষ বাজেটে নতুন করে কোনো কর আরোপ হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷

শুরু হচ্ছে বিআরটিসির ঈদের টিকেট বিক্রি

ঈদ সামনে রেখে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বিআরটিসির বিশেষ বাস সার্ভিসের টিকেট বিক্রি মঙ্গলবার থেকে শুরু হবে৷ এ দিন ‘ঈদ স্পেশাল সার্ভিসের' ১৩ জুনের টিকেট বিক্রি করা হবে৷ ঈদের আগের দিন পর্যন্ত বাস চলবে৷

ম্যার্কেলের সংস্কার প্রস্তাবে মাক্রোঁর সমর্থন

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ইউরোপীয় ইউনিয়ন সংস্কার নিয়ে যে মন্তব্য করেছেন তাতে সমর্থন জানিয়েছে ফ্রান্স৷ ইউরোপীয় ইউনিয়নের সংস্কার বিষয়ে আলোচনা করতে আগামী ১৯ শে জুন বার্লিনে রোড ম্যাপ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে বৈঠকে বসবেন ম্যার্কেল৷

টিউনিশিয়ায় নৌকা ডুবে ৩৫ অভিবাসীর মৃত্যু

টিউনিশিয়ার দক্ষিণ উপকূলে নৌকা ডুবে ৩৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে৷ আরও ৬৭ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড, জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী৷ নৌকাটিতে অন্তত ১৮০ জন মানুষ ছিল বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা৷

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়

মালেশিয়ায় মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ৷ কুয়ালালামপুরে আজ পাকিস্তানকে ৯৫ রানে আটকে রেখে বাংলাদেশ জিতে যায় ১৩ বল বাকি রেখে৷ প্লেয়ার অব দা ম্যাচ হয়েছেন ফাহিমা খাতুন৷

এপিবি/এসিবি