1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোপকে খেলা দেখাবে

১ আগস্ট ২০১৩

ধর্মের সঙ্গে খেলাধুলার কোনো বিরোধ নেই৷ কিন্তু সম্পর্ক যে আদৌ আছে তা ধর্মগুরুদের দেখে কমই বোঝা যায়৷ পোপ ফ্রান্সিস এখানে ব্যতিক্রম৷ ফুটবলের ভক্ত তিনি৷ তাই তাঁর জন্য ইটালির সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চলেছে আর্জেন্টিনা৷

https://p.dw.com/p/19Hss
ছবি: picture-alliance/dpa

ম্যাচটি হবে ইটালির রাজধানী রোমে৷ দিনক্ষণ ঠিক করে, নিজের দলের ২২ জন খেলোয়াড়ের নাম চূড়ান্ত করার পর বুধবার এ ম্যাচ সম্পর্কে জানিয়েছেন আলেসান্দ্রো সাবেলা৷ আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, বার্সেলোনার সঙ্গে ব্যস্ত থাকলেও পোপ ফ্রান্সিসের সম্মানে মেসিও দলের সঙ্গে যাবেন রোমে৷ বড় কোনো সমস্যা দেখা না দিলে সার্জিও রোমেরো, উগো কাম্পাগনারো, পাবলো জাবালেতা, হাভিয়ের মাসচেরানো, অ্যাঞ্জেল ডি মারিয়া, গনজালো হিগুয়াইনদের সঙ্গে তিনি খেলবেনও৷ পোপ দেখবেন তাঁদের খেলা৷

Pope Francis greets the faithful as he arrives at Copacabana Beach to celebrate mass on his sixth day in Rio de Janeiro, July 27, 2013. Pope Francis told Catholic clergy on Saturday to leave their comfort zones and smug surroundings and reach out to serve the poor and needy. REUTERS/Ueslei Marcelino (BRAZIL - Tags: RELIGION TPX IMAGES OF THE DAY)
পোপ ফ্রান্সিস ( ফাইল ফটো)ছবি: Reuters

একটা প্রীতি ম্যাচকে এতটা গুরুত্ব দিচ্ছে কেন আর্জেন্টিনা? কারণটা অনেকেই জানেন৷ এখন পোপ ফ্রান্সিস নামে ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে পরিচিত হলেও জন্মের পর তাঁর নাম ছিল খর্খে মারিও ব্যার্গোলিও এবং জন্মেছিলেন আর্জেন্টিনাতেই৷ ছিলেন জন্মস্থান বুয়েনস আইরেসের আর্চ বিশপ৷ ভ্যাটিকানের নাগরিকত্ব নিলেও শেঁকড়টা তো আর্জেন্টিনায় রয়েই গেছে৷ এমন একজনকে আর্জেন্টিনা বিশেষ সম্মানের চোখে দেখবে এটাই স্বাভাবিক৷ এ রকম একটা ম্যাচে চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি না খেলে পারেন!

২২ জনের আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: সার্জিও রোমেরো, অস্কার উস্তারি, মারিয়ানো আন্দুজার৷

ডিফেন্ডার: উগো কাম্পাগনারো, ফেদেরিকো ফার্নান্দেজ, এজেকিউয়েল গেরে, মার্কোস রোহো, পাবলো জাবালেতা, ফাব্রিসিও কোলোচ্চিনি, ক্রিস্টিয়ান আনসালদি, হোসে বাসান্তা৷

মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো, এভার বানেগা, আগুস্তো ফার্নান্দেজ, রিকার্দো আলভারেজ, লুকাস বিগলিয়া, এরিক লামেলা৷

ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদরিগো পালাসিও, গনজালো হিগুয়াইন ও এজেকিউয়েল লাভেজ্জি৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য