1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা শরণার্থীদের পোপ-ভাবনা

আরাফাতুল ইসলাম কক্সবাজার
৩০ নভেম্বর ২০১৭

কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে নবনির্মিত এক মসজিদের দায়িত্বে আছেন মৌলভি আব্দুল হালিম৷ মাস দুয়েক আগে এই রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছেন৷ পোপ ফ্রান্সিসকে তিনি চেনেন না৷

https://p.dw.com/p/2oVb4
Myanmar Girls learn Quran in Cox’s Bazar
ছবি: DW/A. Islam

পোপের বাংলাদেশ সফর প্রসঙ্গে হালিমের কাছে জানতে চাইলে তিনি প্রশ্ন করেন, ‘‘পোপ কে?''

২০ বছর বয়সের আরেক শরণার্থী শামসুন্নাহার ‘পোপ' শব্দটিকে ‘কোক' শব্দের সঙ্গে গুলিয়ে ফেলেছেন৷ আর মোহাম্মদ হাশিম মনে করেছিলেন, পোপ হয়ত একজন স্থানীয় প্রভাবশালী রাজনীতিকের নাম৷ ‘‘আমরা মিয়ানমারে অন্যান্য নাগরিকের মতো স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই৷ আমরা রোহিঙ্গা এবং তাদের উচিত আমাদের স্বীকৃতি দেয়া৷ পোপ কি আমাদের ঘরবাড়ি ফিরে পেতে সাহায্য করতে পারবেন?'' জানতে চান হাশিম৷

তবে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অনেকে আছেন যাঁরা পোপ ফ্রান্সিসকে চেনেন৷ মিয়ানমার সফরে পোপ ‘রোহিঙ্গা' শব্দটি উচ্চারণ না করায় তাঁদের অনেকে হতাশ৷ এছাড়া বাংলাদেশ সফরে পোপ কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে আশা ছিল তাঁদের৷ যেমন মায়ু আলি বললেন, ‘‘আমি আশা করেছিলাম রোহিঙ্গাদের আসল দুর্দশা সম্পর্কে জানতে পোপ কুতুপালংয়ে আসবেন৷ তিনি এখানে এলে আমরা প্রতিদিন কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তা আরও ভালো অনুভব করতে পারতেন৷'' মিয়ানমার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন মায়ু আলি৷ কিন্তু ২০১২ সালে রোহিঙ্গা শিক্ষার্থীদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় পড়ালেখা শেষ করতে পারেননি তিনি৷ মিয়ানমার সেনাবাহিনী সম্প্রতি তাঁর বাড়ি পুড়িয়ে দিলে পরিবারসহ মাস দুয়েক আগে বাংলাদেশে আসেন তিনি৷

পোপ ফ্রান্সিসের অবশ্য ঢাকায় ১৫ জন রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে দেখা করার কথা রয়েছে৷

কুতুপালংয়ে শরণার্থীদের নিয়ে কাজ করা সংগঠন ‘মাইগ্রেন্ট অফশোর এইড স্টেশন' এর সহ-প্রতিষ্ঠাতা রেগিনা কাট্রামবোন আশা করছেন, সবাইকে অবাক করে দিয়ে পোপ শিবির পরিদর্শনে আসবেন৷ ‘‘পোপের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন না করার কারণ সম্ভবত নিরাপত্তা৷ তবে আমি এখন মনে করি পোপ আমাদের অবাক করে দিয়ে এখানে আসার সিদ্ধান্ত নেবেন৷ তিনি এমন এক পোপ যিনি চমক দিতে পছন্দ করেন,'' বলেন কাট্রামবোন৷

এদিকে, জার্মানি ভিত্তিক রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট নেয় স্যান লুইন মনে করছেন, বার্মার কার্ডিনাল চার্লস মাউং বো'র চাপের কারণে মিয়ানমার সফরে পোপ রোহিঙ্গা শব্দটি ব্যবহার করা থেকে বিরত থেকেছেন৷ তবে মুসলিমপ্রধান বাংলাদেশ সফরে পোপ রোহিঙ্গা শব্দটি ব্যবহার করবেন বলে আশা করছেন তিনি৷ নেয় স্যান লুইন এখন বাংলাদেশ সফর করছেন৷

প্রতিবেদনটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য