1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যা করেন মোদী

১৫ জুন ২০১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারতে যোগ ব্যায়াম দিবস পালন শুরু হয়েছে৷ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মোদী যোগ ব্যায়াম ছাড়াও আরও কিছু নিয়ম মেনে চলেন৷

https://p.dw.com/p/2zbfE
Indien Internationaler Yoga Tag
ছবি: Reuters/P. Kumar

নাগরিকদের উৎসাহ দিতে মোদী তাঁর প্রতিদিন সকালের ব্যায়ামের একটি ভিডিও ক্লিপ অনলাইনে প্রকাশ করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে, মোদী নতুন দিল্লিতে তাঁর সরকারি বাসভবনের বাগানে ব্যায়াম করছেন৷ এছাড়া একটি গাছের চারপাশ ধরে তাঁকে ঘুরতে দেখা যাচ্ছে৷ এই পথের বিভিন্ন অংশে পানি, পাথর, ঘাস ইত্যাদি আছে৷ ‘‘যোগ ব্যায়াম ছাড়াও আমি এমন এক পথ ধরে হাঁটি, যেটি প্রকৃতির পাঁচ উপাদান- মাটি, পানি, অগ্নি, বায়ু ও আকাশ- দ্বারা অনুপ্রাণিত৷''

সরকারের মন্ত্রীরা মোদীর এই ভিডিওর প্রশংসা করেছেন৷

তবে অনেকে খুশি হতে পারেননি৷ যেমন নরেশ মিনোচা নামে একজন টুইটারে লিখেছেন, ‘‘বেশিরভাগ মধ্যবিত্তকে, খোলা জায়গায় বস্তিবাসীদের মলমূত্র ত্যাগের কারণে যে দুর্গন্ধ তৈরি হয়, তার মধ্যে থাকতে হয়৷''

উল্লেখ্য, ভারতে অনেক তারকা বাড়িতে বানানো ফিটনেস ভিডিও অনলাইনে প্রকাশ করে থাকেন৷

জেডএইচ/ডিজি (এএফপি)