1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু লন্ডন অলিম্পিক

২৫ জুলাই ২০১২

প্রমীলা ফুটবলের সেরা খেলোয়াড়রা সবাই হাজির হয়েছেন এবারের অলিম্পিক শহর লন্ডনে৷ অলিম্পিক আসরের মূল উদ্বোধনী অনুষ্ঠানের দু’দিন আগেই বুধবার শুরু হলো প্রমীলা ফুটবলে স্বর্ণ জয়ের লড়াই৷

https://p.dw.com/p/15eLB
ছবি: AP

বিশ্বকাপ ফুটবল আসরের পরেই বিশ্বের সবচেয়ে বড় প্রমীলা ক্রীড়া আসর হিসেবে ধরা হয় অলিম্পিক প্রমীলা ফুটবল প্রতিযোগিতাকে৷ অলিম্পিক আসরে পুরুষদের ফুটবলে বয়সের একটা সীমা টেনে দেওয়া হলেও নারীদের জন্য কোন বয়সসীমা নেই৷ ফলে অংশগ্রহণকারী দেশগুলো যে কোন বয়সের তাদের সবচেয়ে ভালো ফুটবল খেলোয়াড়কেই পাঠাতে পারে প্রমীলা ফুটবলের লড়াইয়ে৷

চার-দল বিশিষ্ট তিনটি গ্রুপে খেলছে বিশ্বের প্রমীলা ফুটবলে সেরা দেশগুলো৷ প্রত্যেক গ্রুপ থেকে সেরা এবং দ্বিতীয় স্থানে থাকা দলগুলো লড়বে কোয়ার্টার ফাইনালে৷ এবারের আসরে জনপ্রিয়তায় এগিয়ে থাকা এবং শিরোপা জয়ের দৌড়ে সম্ভাবনাময় দলগুলোর মধ্যে রয়েছে গ্রুপ ই থেকে ব্রাজিল ও যুক্তরাজ্য, গ্রুফ এফ থেকে ক্যানাডা, সুইডেন ও জাপান এবং গ্রুপ জি থেকে ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র৷

অলিম্পিকের গত দুই আসরে রৌপ্য পদক জয়ী ব্রাজিলের প্রমীলা ফুটবল দল এক দশকেরও বেশি সময় ধরে সেরা দলগুলোর একটি৷ পাঁচ বারের বিশ্ব সেরা প্রমীলা ফুটবলার ২৬ বছর বয়সি মার্থা ব্রাজিলের অন্যতম শক্তিশালী ফরওয়ার্ড৷ ফলে এবার স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়েই লন্ডনে হাজির হয়েছে তারা৷

London Eye
লন্ডনছবি: Getty Images

তবে এবারের আয়োজক যুক্তরাজ্যের প্রমীলা ফুটবল দলের জন্য এটিই প্রথম অলিম্পিক আসরে অংশগ্রহণ৷ ইংল্যান্ড থেকে ১৬ জন এবং স্কটল্যান্ড থেকে দুই জন খেলোয়াড় নিয়ে গঠিত হয়েছে যুক্তরাজ্যের প্রমীলা ফুটবল দল৷ তারা গত সপ্তাহেই তাদের প্রথম খেলায় সুইডেনের সাথে গোলশূন্য ড্র করে৷

এদিকে, আন্তর্জাতিক আসরে এখনও খুব সাফল্য দেখাতে পারেনি ক্যানাডার প্রমীলা ফুটবল দল৷ তবে বর্তমানে তারা ব়্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে রয়েছে৷ গত গ্রীষ্মে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরে হতাশাব্যঞ্জক ফলাফল থেকে ফিরে দাঁড়ানোর চেষ্টা করছে সর্বকালের সেরা গোলদাতা ও অধিনায়ক ক্রিস্টিন সিনক্লেয়ার-এর দল৷ সিনক্লেয়ার ১৮৪টি আন্তর্জাতিক খেলায় ১৩৭টি গোল করে এক অনবদ্য রেকর্ড গড়েন৷

অন্যদিকে, সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের দল সুইডেন খেলছে গ্রুপ এফ-এ৷ তাদের দলে মাত্র চার জন খেলোয়াড় রয়েছে যাদের বয়স ২৫ বছরের কম৷ তাদের অন্যতম ফরওয়ার্ডে খেলা লোটা শেলিন এবং মধ্যমাঠের খেলোয়াড় ক্যারোলিন সেগার৷ তবে শেষ পর্যন্ত শিরোপা হয়তো ঘরে তুলবেন গতবারের বিশ্ব সেরা জাপানের প্রমীলা তারকারা - এমনটিই মনে করছেন ফুটবল বোদ্ধারা৷

প্রতিবেদন: ডেভিড রাইশ/এএইচ (এএফপি)

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য