1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
খেলাধুলাআর্জেন্টিনা

ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি

২৮ ফেব্রুয়ারি ২০২৩

ফিফার 'প্লেয়ার অফ দ্য ইয়ার' হলেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়ার পর আবার পুরুষদের ফুটবলে সেরা হলেন মেসি।

https://p.dw.com/p/4O3BA
ছবি: Sarah Meyssonnier/REUTERS

এমবাপে, বেঞ্জেমাকে পিছনে ফেলে দিলেন মেসি। সোমবার প্যারিসে একটি অনুষ্ঠানে মেসির হাতে সেরা পুরুষ ফুটবলারের সম্মান তুলে দেয়া হয়।

৩৫ বছর বয়সি মেসি বিশ্বকাপ ফাইনালে দুইটি গোল করেছিলেন। নির্ধারিত সময়ে ৩-৩ হওয়ার পর পেনাল্টি শুটআউটে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

সেরা ফুটবলার হওয়ার দৌড়ে ছিলেন কিলিয়ান এমবাপে এবং কারলিম বেঞ্জেমা। ছিলেন আরো কয়েকজন। কিন্তু শেষ পর্যন্ত মেসির হাতেই উঠলো এই সম্মান।

২০১৬ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের সম্মান দিচ্ছে ফিফা। মেসি এই নিয়ে দ্বিতীয়বার এই সম্মান পেলেন।

মেয়েদের সেরা

অ্যালেক্সিয়া পুলেয়াস ২০২২-এর সেরা নারী ফুটবলার হয়েছেন।

গত জুলাইয়ে হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। এখন চিকিৎসাধীন আছেন। ইংল্যান্ডে ইউরো কাপ খেলতে পারেননি।

তার আগে বার্সেলোনার হয়ে চ্যাম্পিনস লিগে ১১ গোল করেছিলেন। ফাইনালে অবশ্য লিয়ঁর কাছে হেরে যায় বার্সেলোনা।

জিএইচ/এসজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)