1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাব সাকা’কে নির্যাতন করার অভিযোগে ব্রিটেন চ্যালেঞ্জের মুখে

২ জানুয়ারি ২০১১

বিশ্বকাপ টিকিটের জন্য পাগলামি, প্রথমবারের মত ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালন এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের আইনি চ্যালেঞ্জের মুখে ব্রিটিশ সরকার এসবই আজকের ঢাকার পত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/zsST
সালাউদ্দিন কাদের চৌধুরীছবি: Harun Ur Rashid

টিকিট নিয়ে পাগলামি

প্রথম আলো, ডেইলি স্টারের আজকের মূল প্রতিবেদন এটি৷ সমকালেও বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে সংবাদটি৷ সব পত্রিকাতেই টিকিট কেনার জন্য ক্রেতাদের লম্বা লাইনে ছবি ছাপানো হয়েছে৷ প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও এর জন্য গতকাল সকাল সাতটা থেকেই লোকজন লাইনে দাঁড়ানো শুরু করেছে৷ মানে ২৭ ঘন্টা আগে লাইনে দাঁড়িয়েছেন দর্শকরা৷ এদিকে টিকিট বিক্রি নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে ডেইলি স্টার৷ কারণ যে প্রক্রিয়ায় টিকিট বিক্রি হবে তাতে করে একেক শাখা থেকে একদিনে ৪৮০টির বেশি টিকিট বিক্রি সম্ভব নয়৷ আর যেহেতু একজন একসঙ্গে দুটি টিকিট কাটতে পারবেন ফলে একদিনে ২৪০ জনের বেশি লোক টিকিট পাবেনা৷ সেই তুলনায় যে বড় লাইন দেখা গেছে তাতে পরিস্থিতি উত্তপ্ত হতেই পারে৷ তবে ব়্যাব ও নিরাপত্তা বাহিনী এ বিষয়টির দিকে নজর রাখবে বলে জানিয়েছে প্রথম আলো৷ এছাড়া আরও বেশ মজার মজার ঘটনার বর্ণনা রয়েছে প্রতিবেদনগুলোতে৷

পাঠ্যপুস্তক উৎসব দিবস

সব পত্রিকার প্রথম পাতাতেই আছে খবরটি৷ সঙ্গে রয়েছে নতুন বই হাতে শিশুদের হাসিমুখের ছবি৷ প্রথমবারের মত পালিত হলো এই পাঠ্যপুস্তক উৎসব দিবস৷ যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার সকালে শিশুরা খালি হাতে স্কুলে যায়৷ আর ফেরে নতুন বই হাতে৷ তবে সব জায়গায় এখনো বই পৌঁছায়নি আর অনেকে পুরো সেট বই পায়নি বলে অভিযোগ করা হয়েছে প্রতিবেদনগুলোতে৷ অবশ্য সেটা সংখ্যায় খুব বেশি নয়৷ শিক্ষামন্ত্রী বলেছেন, এক সপ্তাহের মধ্যেই সব শিশু বই হাতে পাবে৷ এছাড়া তিনি বলেছেন, এবার প্রায় ২৩ কোটি বই বিনামূল্যে দেয়া হচ্ছে৷ পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী৷

ব্রিটিশ সরকার আইনি চ্যালেঞ্জের মুখে

সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ব্রিটিশ নাগরিক৷ তাঁর বাবাকে ব়্যাব ধরে নিয়ে গিয়ে নির্যাতন করছে বলে অভিযোগ রয়েছে৷ আর কদিন আগেই উইকিলিক্সে প্রকাশিত গোপন নথি থেকে জানা গেছে যে, ব়্যাব সদস্যদের প্রশিক্ষণ দিয়েছিল ব্রিটেন৷ তাই ব্রিটিশ সরকারকে আইনি চ্যালেঞ্জের মুখে ফেলার পরিকল্পনা করেছেন সাকা'র ছেলে৷ ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানে এমন একটি খবর বেরিয়েছে৷ আর বাংলাদেশে ইত্তেফাকে সেটাই প্রকাশিত হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম