1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ জেমি সিডন্সের বিদায়ী সংবর্ধনা

২০ এপ্রিল ২০১১

মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের কোচ জেমি সিডন্সকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে মঙ্গলবার৷ ঢাকার বিভিন্ন পত্রপত্রিকা এই খবর দিয়েছে৷

https://p.dw.com/p/10wtO
বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছেছবি: AP

বিদায় বেলায় সিডন্স বলেন, তিনি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে মধ্যম সারির দল হিসাবে রেখে যাচ্ছেন৷ বাংলাদেশ দলের সঙ্গে প্রায় চার বছর কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সিডন্স বলেন, এদেশের ক্রিকেটাররা খুবই প্রতিভাবান এবং তারা দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার সামর্থ্য রাখেন৷

সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ মুস্তফা কামাল বলেন, জেমি সিডন্সের অধীনে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়েছে৷ জাতীয় দলের প্রধান কোচ জেমি সিডন্সের বিদায় অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, ‘‘কোনো সন্দেহ নেই তার সময়ে আমাদের ক্রিকেট অনেকদূর এগিয়েছে৷ আমাদের অনেক সাফল্যের পিছনেই রয়েছে তার অবদান৷''

বিদায় অনুষ্ঠানে সিডন্স এসেছিলেন একেবারেই সাদামাটাভাবে৷ তিনি বলেন, বাংলাদেশ দলকে বর্তমান অবস্থান থেকে সামনে এগিয়ে নেয়াই এখন বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ৷ সিডন্স বলেন, বাংলাদেশকে তিনি কখনো ভুলতে পারবেন না৷ এখানে দারুণ সময় কেটেছে তাঁর৷ সিডন্স বলেন, ‘‘অধিকাংশ খেলোয়াড় নিজেদের প্রমাণ করেছেন৷ স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই ভালো৷ বিশ্বকাপে ক্রিকেটারদের দুটো বাজে দিন গেছে৷''

২০০৭ সালের ২৮ অক্টোবর জাতীয় দলের দায়িত্ব নেন সিডন্স৷ বিসিবির সঙ্গে তার চুক্তি ছিলো আগামী ৩০ জুন পর্যন্ত৷ কিন্তু এই সময়ের আগেই, ১২ এপ্রিল বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, বোর্ড সিডন্সের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তে একমত হয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম