1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিচার অফ দ্য উইক

আরাফাতুল ইসলাম১৮ জানুয়ারি ২০১৩

আফগানিস্তানে কাজ করার পর বার্লিন হয়ে সুদান যাওয়ার কথা ছিল সর্দার জাহাঙ্গীর হোসেনের৷ জার্মান একটি প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর তিনি৷ কিন্তু সুদান ভিসা প্রদানে অস্বীকৃতি জানালো তাঁকে! কারণ কি বাংলাদেশি পাসপোর্ট?

https://p.dw.com/p/17Mjd
ছবি: privat

কাবুলে গিয়েছেন সেই ২০০৩ সালে৷ সেখানে তখন তালেবান নিধনে ব্যস্ত বিদেশি সেনারা৷ বিশ্ব গণমাধ্যমে নিয়মিত খবর আসছে তালেবানের পাল্টা আক্রমণের, আত্মঘাতী হামলার৷ দৃশ্যত আফগানিস্তান তখন এক যুদ্ধক্ষেত্র৷ আর সেই যুদ্ধক্ষেত্রকেই কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন সর্দার জাহাঙ্গীর হোসেন৷

বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক'-এর কর্মকর্তা হিসেবে আফগানিস্তানে গিয়েছিলেন জাহাঙ্গীর৷ সেদেশে ব্র্যাক শুরুতে যে ১৩ জনকে পাঠিয়েছিল, তাঁদেরই একজন তিনি৷ এর আগে অবশ্য পাকিস্তানেও কাজ করেছেন জাহাঙ্গীর, সেটাও ব্র্যাকের হয়েই৷ এই উন্নয়নকর্মী আফগানিস্তানকে দেখেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে৷

Sarder Jahangir Reise von Kabul in den Sudan
সর্দার জাহাঙ্গীর হোসেনছবি: privat

পশ্চিমা গণমাধ্যম যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের যে চিত্র সাধারণত তুলে ধরে, তাঁর সঙ্গে জাহাঙ্গীরের চিন্তাধারার মিল তেমন একটা খুঁজে পাওয়া যায়না৷ তিনি বলেন, ‘‘গণমাধ্যমে দেখলে মনে হবে, একজন বিদেশি কাবুলে অবতরণ করার পরই তাঁকে তালেবান ধরে নিয়ে যাবে৷ ব্যাপারটা আসলে সেরকম নয়৷ আফগানিস্তানের যুদ্ধটা আফগানদের নয়৷ আন্তর্জাতিক বাহিনী সেখানে হস্তক্ষেপ করেছে৷ এবং (আফগানিস্তানের উপর) তাদের ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক স্বার্থ রয়েছে৷ ২০০১ সালে ওদেরকে (তালেবান) ‘রিমুভ' করার পরও ১২ বছর সেখানে যুদ্ধ চলার কথা নয়৷ এই যুদ্ধটা কেন এতদিন দীর্ঘায়িত করা হয়েছে?''

ব্র্যাক ছেড়ে জার্মানির প্রতিনিধি

আফগানিস্তানে ব্র্যাকের হয়ে দেড় বছরের মতো কাজ করেছেন সর্দার জাহাঙ্গীর৷ এরপর চাকুরিদাতা পরিবর্তন হয়েছে৷ তবে ক্ষেত্র বদলায়নি৷ সেদেশে নতুন মিশনে সঙ্গী তাঁর একটি জার্মান সাহায্য সংস্থা৷ সেই সংস্থার ‘কান্ট্রি ডিরেক্টর' হিসেবে আফগানিস্তানে তিনি কাজ করেছেন সাড়ে ছয় বছর৷ যদিও প্রাথমিক চুক্তিটি ছিল ছয় মাসের, কিন্তু কাজে সন্তুষ্ট হয়ে জার্মানির প্রতিষ্ঠানটি তাঁর চুক্তি বাড়িয়ে নিয়েছে কয়েক বছরের জন্য৷ জার্মানদের সঙ্গে দীর্ঘ কাজের অভিজ্ঞতা সম্পর্কে জাহাঙ্গীর বলেন, ‘‘তাঁরা আমার জন্য যেভাবে কাজ করেছে, তাতে আমি অভিভূত৷ যে কোনো ধরনের সিদ্ধান্ত তাঁরা অত্যন্ত দ্রুত গ্রহণ করতে পারে৷ তাঁরা খুবই বন্ধুভাবাপন্ন এবং মানুষকে ভালোবাসতে জানে৷ নিয়ননীতি মনে চললে জার্মানরা খুব ভালো৷ আর এগুলো অবশ্যই মেনে চলা উচিত৷''

জাহাঙ্গীর বরং খানিকটা হতাশ আফগানিস্তানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির প্রতি৷ তাঁর কাছে মনে হয়েছে, স্বজাতিরা কেমন যেন একটু বেশিই শীতল৷ তাঁদের মধ্যে সম্পর্কের সেতুটা একটু বেশিই নড়বড়ে৷ জাহাঙ্গীর বলেন, ‘‘আমি আফগানিস্তানে বাংলাদেশি এসোসিয়েশনের প্রেসিডেন্ট৷ অথচ আমার স্বজাতিরা কেউই আমাকে ‘ফেয়ারওয়েল' দেয়নি৷ তবে আমি অনেক জার্মানের কাছ থেকে, অনেক আফগানের কাছ থেকে ‘ফেয়ারওয়েল' পেয়েছি৷ অনেকে আমার জন্য কেঁদেছে, এখনো কাঁদে৷ তাঁরা (বিদেশিরা) আমাকে ফোনে, ই-মেলে, ম্যাসেজে ‘গুডবাই' জানিয়েছেন ৷''

Week 3/13 Feature of the Week: A Bangladeshi represents Germany in Kabul - MP3-Mono

গন্তব্য সুদান, বাধা পাসপোর্ট?

আফগানিস্তান মিশন আপাতত গুটিয়ে ফেলেছেন জাহাঙ্গীর৷ ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে তিনি অবস্থান করছিলেন বার্লিনে৷ জার্মান প্রতিষ্ঠানটি সুদানে বদলি করেছে তাঁকে৷ সেখানে যাওয়ার প্রস্তুতি হিসেবে বার্লিন আসেন তিনি৷ কিন্তু বিধিবাম! সুদান জাহাঙ্গীরকে ভিসা দেয়নি৷ কেন? তাঁর কথায়, ‘‘সম্ভবত চারটি কারণে ভিসা পাচ্ছি না৷ প্রথমত আমি বাংলাদেশি, যেটা সুদানিরা ভালোভাবে গ্রহণ করেনি৷ দ্বিতীয় কারণটি হচ্ছে, আমি যে প্রতিষ্ঠানটির জন্য কাজ করছি তাদের সঙ্গে সুদানি সরকারের বিরোধ তৈরি হয়েছে৷ তৃতীয় কারণ হচ্ছে, তারা যে কোনো কারণেই হোক বিদেশিদের নিয়ন্ত্রণ করতে চায়৷ সবশেষে বেশ কয়েকবার অনুরোধ করার পরও সুদান সরকার আমাকে ভিসা প্রদানে অস্বীকৃতি জানিয়েছে৷''

জাহাঙ্গীর হয়ত হতাশা থেকেই বাংলাদেশি পাসপোর্টকেও খানিকটা দুষছেন৷ তবে এই পাসপোর্ট নিয়ে বিশ্ব চড়ে বেড়ানো মানুষের সংখ্যা কিন্তু কম নয়৷ নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস থেকে শুরু করে একের পর এক মহাশৃঙ্গ জয়ী ওয়াসফিয়া নাজরিনের মতো অনেকেই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে জগৎ জয় করছেন৷ তারপরও জাহাঙ্গীর মনে করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের আরো সক্রিয় হওয়া উচিত৷ বিশেষ করে বাংলাদেশি নাগরিকরা যাতে বিভিন্ন দেশের ভিসা সহজে পেতে পারেন, সে ব্যাপারে সরকারের সক্রিয় উদ্যোগ প্রয়োজন৷

Afghan man walks in a street in Kabul, Tuesday, Nov. 13, 1991. Life in the Afghan capital appears normal as Soviet-sponsored negotiations between the Kabul government and opposition Mujahideen guerrillas get underway in Moscow. (AP Photo/Jerome Delay)
আফগানিস্তানকে সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিকোন থেকে দেখেন জাহাঙ্গীরছবি: dapd

শুক্রবার জাহাঙ্গীর ফিরে গেছেন বাংলাদেশে৷ জার্মান প্রতিষ্ঠানটি তিন মাস তাঁকে বাংলাদেশে বসে কাজ করতে বলেছে৷ জাহাঙ্গীর সন্তুষ্ট তাঁর জার্মান চাকুরিদাতার উপর৷ সুদান যেতে না পারায়, যদি ভবিষ্যতে তিনি এই চাকুরিটি হারানও, তবু তিনি জার্মানদের মোটেই খাটো করতে রাজি নন৷ কেননা, তাঁকে সুদানে পাঠাতে চেষ্টা কম করেনি তাঁরা৷ বড় বড় সাফল্যের মাঝে এরকম ব্যর্থতা জীবনেরই অংশ, সেটা মানেন জাহাঙ্গীর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য