1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী বিল

২৯ জুন ২০১১

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল চূড়ান্ত আকারে সংসদে পেশ করা হয়েছে৷ বিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব করা হয়৷ অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রদ্রোহীতার অপরাধে আছে বিচারের বিধানও৷

https://p.dw.com/p/11lQt
Dhaka, Bangladesch
ঢাকায় অবস্থিত সংসদ ভবনছবি: DW/Harun Ur Rashid Swapan

আজ সকালে আইনমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী চৌধুরী সুরঞ্জিত সেনগুপ্ত এমপির পক্ষে রিপোর্টসহ বিলটি সংসদে উত্থাপন করেন৷ তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতি এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সংবিধানে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম রাখার কথা বিলে বলা হয়েছে৷

তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার, তিনজন নির্বাচন কমিশনারের মধ্যে একজন মহিলা রাখার কথা বলা হয়েছে বিলে৷ আর অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে৷ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধান সংশোধন বিলের এই দায়িত্বপালন করতে পেরে সংসদে উচ্ছ্বাস প্রকাশ করেন৷

Khaleda Zia
বিএনপি নেত্রী খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

এদিকে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকায় এক অনুষ্ঠানে পঞ্চদশ সংশোধনী বিলের সমালোচনা করে বলেন, এই বিল পাশ হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে৷ তিনি এই বিল প্রত্যাহারের দাবি জানান৷ আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংশোধনীর প্রতিবাদে আগামী ১০ই জুলাই সরাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক