1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাম জুজু দেখিয়ে সমর্থন আদায় করতে চাইছে ম্যার্কেলের শিবির

৭ সেপ্টেম্বর ২০২১

জার্মানির আগামী জোট সরকারে বামপন্থি দলের যোগদানের ‘আশঙ্কা' দেখিয়ে এসপিডি দলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে ম্যার্কেলের শিবির ও উদারপন্থিরা৷ বামপন্থি ডি লিংকে দলও সরকারে যোগদানে আগ্রহী৷

https://p.dw.com/p/400aR
Linksparteivorsitzende Susanne Hennig-Wellsow
ছবি: Martin Schutt/dpa-Zentralbild/picture alliance

জার্মানিতে সাধারণ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, বিভিন্ন জনমত সমীক্ষায় সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের প্রতি সমর্থন তত জোরালো হচ্ছে৷ অন্যদিকে বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ইউনিয়ন শিবির ততই পিছিয়ে পড়ছে৷ ফলে এসপিডি নেতা ওলাফ শলৎসের নেতৃত্বে আগামী সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে৷ এমনটা ঘটলে দেশের সর্বনাশ হতে পারে বলে সতর্ক করে দিচ্ছে ইউনিয়ন শিবির ও উদারপন্থি এফডিপি দল৷ কারণ সে ক্ষেত্রে জোট সরকার গড়তে বামপন্থি ডি লিংকে দলের যোগদান অপরিহার্য হয়ে উঠতে পারে বলে তাদের যুক্তি৷ সেই ‘জুজু' দেখিয়ে ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে এই দুই রাজনৈতিক শক্তি৷

সাবেক পূর্ব জার্মানির কমিউনিস্ট পার্টির একাধিক রূপান্তরের মাধ্যমে আজকের বামপন্থি ডি লিংকে দল সৃষ্টি হয়েছিল৷ মূলত জার্মানির পূর্বাঞ্চলেই এককালে তাদের রমরমা ছিল৷ বর্তমানে সমর্থন অনেক কমে এলেও আসন্ন নির্বাচনে কয়েকটি আসন জিতে ‘কিংমেকার' হয়ে উঠতে পারে এই দল৷ অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে এসপিডি বা সবুজ দলের সঙ্গে কিছু মিল থাকলেও পররাষ্ট্র নীতির প্রশ্নে জার্মানির মৌলিক অবস্থানকে চ্যালেঞ্জ করে অন্যান্য দলের দৃষ্টিতে নিজেদের ‘ক্ষমতায় আসার অযোগ্য' করে রেখেছে এই দল৷ বিশেষ করে সামরিক জোট ন্যাটো ও অ্যামেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়ে এই দলের অবস্থান তীব্র সমালোচনার কারণ৷ সেইসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের প্রতি অত্যন্ত নরম মনোভাবও বামপন্থিদের গ্রহণযোগ্যতা কমিয়ে দিচ্ছে৷ তাই জোট সরকারে এমন দলের অংশগ্রহণ সম্পর্কে সতর্ক করে দিচ্ছে সিডিইউ, সিএসইউ ও এফডিপি দল৷

এসপিডি নেতা ওলাফ শলৎস প্রবল চাপ সত্ত্বেও বামপন্থি এই দলের সঙ্গে জোট বাঁধার সম্ভাবনা উড়িয়ে দেন নি৷ সবুজ দলও সরাসরি এমন সম্ভাবনা নাকচ করে নি৷ তবে দুই দলই ডি লিংকের অবস্থানের কড়া সমালোচনা করেছে৷ শলৎস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে ন্যাটো ও অ্যাটলান্টিকের দুই প্রান্তের মধ্যে সম্পর্কের প্রতি জার্মানির অঙ্গীকার নিয়ে তিনি কোনো দলের সঙ্গেই দরকষাকষির পথে যাবেন না৷ তাছাড়া সরকারি কোষাগার থেকে লাগামহীন ব্যয়ের দাবিও তাঁর কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়৷

ডি লিংকে দল অবশ্য চাপের মুখেও সরাসরি নিজস্ব অবস্থান বদলাতে প্রস্তুত নয়৷ তবে এই প্রথম জোট সরকারে যোগদানের সুযোগও হাতছাড়া করতে চায় না বামপন্থিরা৷ এসপিডি ও সবুজ দলের সঙ্গে জোট সরকারের অংশ হবার পক্ষে জোরালো সওয়াল করছে এই দল৷ সংসদীয় দলের নেতা ডিটমার বার্চ বলেন, ‘‘আমরা সরকারের দায়িত্ব নিতে প্রস্তুত৷'' তাঁর মতে, ন্যূনতম মজুরি বাড়ানো, অত্যন্ত ধনীদের উপর আরও কর চাপানো এবং পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মতো নীতির ক্ষেত্রে এই দল শরিক হিসেবে এসপিডি ও সবুজ দলের সঙ্গে একযোগে কাজ করতে পারে৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)