1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাসেলস হামলায় দুই ভাই জড়িত

২৩ মার্চ ২০১৬

ব্রাসেলস বিমানবন্দর আর মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় জড়িত দুই ভাইয়ের পরিচয় প্রকাশ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ৷ তৃতীয় আরেক ব্যক্তিকে খুঁজছে পুলিশ৷

https://p.dw.com/p/1II4I
ব্রাসেলসে নিরবতা পালন
ছবি: Getty Images/AFP/K. Tribouillard

দেশটির ফেডারেল আইনজীবী ফ্রেডেরিক ফন লিউভ বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, দুই ভাইয়ের একজন ইব্রাহিম এল বাকরাওয়ি ব্রাসেলস বিমানবন্দরে হামলার সঙ্গে জড়িত ছিল৷ তাঁর সঙ্গে ছিল আরেকজন৷ আর ইব্রাহিমের ভাই খালিদ হামলা চালায় মেট্রো স্টেশনে৷ তৃতীয় এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে বলেও জানান তিনি৷

ব্রাসেলসে হামলার পর...
ছবি: picture-alliance/dpa/Federal Police

বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় শহর শারলেরোইতে খালিদ ছদ্মনামে বাসা ভাড়া নিয়েছিলেন বলে জানিয়েছে আরটিবিএফ৷ এই এলাকা থেকেই গত শুক্রবার গ্রেপ্তার হওয়া সালাহ আবদেসালাম সহ অন্যরা গত নভেম্বরে প্যারিসে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল৷

তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস ব্রাসেলসে হামলার দায়িত্ব স্বীকার করেছে৷ এ বিষয়টি প্রমাণিত হলে সালাহ আবদেসালামের গ্রেপ্তারের ঘটনার সঙ্গে ব্রাসেলসে হামলার বিষয়টি সম্পর্কিত বলে নিশ্চিত হওয়া যাবে৷ সিরিয়ায় আইএস-এর বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলোতে হামলা চালানো হবে বলে আগেই সতর্ক করে দিয়েছিল আইএস৷ এরপর তারা বেশ কয়েকটি হামলাও করেছে৷

মঙ্গলবারের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে বলে ভিআরটি টিভিকে জানিয়েছেন বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী ম্যাগি ডে ব্লক৷

বিমানবন্দর বন্ধ

আত্মঘাতী হামলার ঘটনার পরদিনও বন্ধ আছে ব্রাসেলস বিমানবন্দর৷ চলছে না মেট্রোও৷ তবে কিছু কিছু গণপরিবহণ চলাচল শুরু করেছে৷ রাস্তায় ব্যক্তিগত কিছু গাড়িও চলতে দেখা গেছে৷

Brussels: A day after terror attacks

নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি

ইউরোপজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ বিশেষ করে বিমানবন্দর ও গণপরিবহণ ব্যবস্থায়৷ ব্রাসেলসের ঘটনায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও পুলিশ ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে৷ সন্ত্রাসবাদ কীভাবে দমন করা যায় সে নিয়েও আলোচনার সূত্রপাত হয়েছে৷ ইউরোপীয় সংসদের সদস্য স্কা কেলার বলেন, ইউরোপে শরণার্থী আসার সঙ্গে সন্ত্রাসী ঘটনাগুলোর সম্পর্ক থাকার কোনো প্রমাণ নেই৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

আপনার কী মনে হয় বন্ধু? শরণার্থী সংকটের সঙ্গে কি ইউরোপে একেক পর এক জঙ্গি হামলার কোনো সম্পর্ক থাকতে পারে?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য