1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের প্রথম সম্পূর্ণ লিঙ্গান্তরিত জুটি

২০ অক্টোবর ২০১৭

ট্রান্সজেন্ডারদের মধ্যে লিঙ্গান্তর নতুন কিছু নয়৷ তবে ভারতে এই প্রথম লিঙ্গান্তরিত দুজন মানুষ সংসার শুরুর ঘোষনা দিয়েছেন৷

https://p.dw.com/p/2mFHU
Symbolbild Homosexuelle Ehe Dänemark
ছবি: Casper Christoffersen/AFP/Getty Images

লিঙ্গ পরিবর্তনের জন্য হাসপাতালে গিয়ে পরিচয় হয় সুকন্যা এবং আরাভের৷ দুজনের জন্মই কেরালায়৷ সুকন্যা  পেশায় একজন সফটওয়্যার ডেভেলপার৷ নিজের লৈঙ্গিক পরিচয়ের কারণে চাকরি না পাওয়ায় কাজ করছেন ফ্রিল্যান্সার হিসেবে৷ অন্যদিকে, আরাভের তেমন রোজগার নেই৷ ৩ বছর আগে যখন তাঁদের পরিচয় হয়, তখনো সেটা এতদূর গড়াবে ভাবেননি কেউই৷ তবে, ধীরে ধীরে নিজেদের মধ্যে বোঝাপড়া বেড়েছে৷

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তাঁরা জানান, অনেকেই বিষয়টাকে সহজভাবে নিলেও অনেকে আবার নানা সমালোচনাও করছেন৷ এমনকি হত্যার হুমকিও পাচ্ছেন তাঁরা৷ অবশ্য ভালো দিকও আছে৷ অনেকেই তাঁদের কাছে ফোন করে তাঁদের অভিজ্ঞতা, কোথায় লিঙ্গ পরিবর্তন করা যায় ইত্যাদি নানা বিষয়ে জানতে চাইছেন৷

এখন বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ৪৬ বছর বয়সি আরাভ ও ২২ বছর বয়সি সুকন্যা৷ তবে এখনো তাঁদের লিঙ্গান্তরের পর প্রয়োজনীয় কিছু কাগজপত্র  সংশোধন বাকি৷ সব ঠিকঠাক থাকলে আগামী মাসেই তাঁরা বিয়ের কথা ভাবছেন৷ আর তা হলে, তাঁরাই হবেন ভারতের প্রথম লিঙ্গান্তরিত দু'জন মানুষ, যাঁরা বিবাহিত জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছেন৷

বিবিসির নেয়া এই সাক্ষাৎকারটি একদিনের মধ্যেই দেখেছেন ৩ লাখ ৭৮ হাজার জন৷ শেয়ার হয়েছে ৪৪৪ বার৷ এসেছে হাজার হাজার মন্তব্য৷

ভারতে তৃতীয় লিঙ্গের মানুষদের সুরক্ষার জন্য রয়েছে আইন৷ চাকরির সুযোগ থেকে শুরু করে অন্যান্য সবক্ষেত্রের সুরক্ষা এর অন্তর্ভুক্ত৷ এরই মধ্যে বেশ কিছু পেশায় তৃতীয় লিঙ্গের মানুষরা কাজ করতে শুরু করেছেন সাফল্যের সাথে৷ তবে এবারই প্রথম লিঙ্গান্তরিত দু'জন মানুষ সংসার শুরু করার ঘোষনা দিয়েছেন৷

আরএন/এসিবি