1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রহস্যময় রোগ

২০ এপ্রিল ২০১২

সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু’র আতঙ্কের পর এবার এক নতুন রহস্যময় রোগে আক্রান্ত হচ্ছে মানুষ৷ এই অজানা রোগে ইতিমধ্যে মারা গেছে অন্তত ১৯ জন৷ অসুস্থ হয়ে পড়েছে আরো ১৭১ জন৷ এসব তথ্য জানিয়েছে ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/14iLA
Doctor Thai Minh Nhat examines Nguyen Van Hoang, 27, at Military Hospital 121 in southern Can Tho city, Vietnam on Thursday Sept, 27, 2007. Hoang was injured after a section of a massive bridge under construction collapsed Wednesday, killing at least 43 people and injuring 87 others. (AP Photo/Tran Van Minh)
ভিয়েতনামের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছেছবি: AP

দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভিয়েতনাম৷ দেশটির মধ্য অঞ্চলের কুয়াঙ্গানগাই প্রদেশে রয়েছে বাটো জেলা৷ বাটো'র জন পরিষদের সভাপতি লে হান ফং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শিশু এবং যুবকরাই বেশি সংখ্যায় আক্রান্ত হচ্ছে এক অজানা রোগে৷ উচ্চ মাত্রায় জ্বর দিয়ে এই রোগের হানা শুরু হচ্ছে৷ এছাড়া দেখা যাচ্ছে ক্ষুধামন্দা ও হাত-পায়ে চাকা চাকা লাল ফুসকুড়ি৷ এসব লক্ষণ দেখা দেওয়ার পরপরই দ্রুত রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে যকৃতসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেও ছড়িয়ে পড়ছে এই রোগের সংক্রমণ৷ ফলে একসাথে একাধিক প্রত্যঙ্গ বিকল হয়ে শেষ পর্যন্ত রোগীর মৃত্যু হচ্ছে৷

জানা গেছে, ২০১১ সালের এপ্রিল মাসে প্রথম এই রোগের প্রকোপ দেখা যায়৷ তবে গত বছরের অক্টোবর নাগাদ এর সংক্রমণ কমে আসে৷ কিন্তু এ বছরের মার্চ মাস থেকে আবারও এই রোগের সংক্রমণ বাড়তে থাকে৷ গত ২৭শে মার্চ থেকে ৫ই এপ্রিল সময়ের মধ্যে ৬৮ জনের দেহে এই রোগ ধরা পড়ে৷ এতে অন্তত আট জন প্রাণ হারায়৷ বাটো জেলার বাডিয়েন গ্রামে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি হারে লক্ষ্য করা যাচ্ছে৷ উল্লেখ্য, কুয়াঙ্গানগাই প্রদেশের সবচেয়ে দরিদ্রতম জেলা বাটো এবং ঐ অঞ্চলে প্রধানত রে নামক আদি জাতিগোষ্ঠীর বসবাস৷

***ACHTUNG: Das Bild darf nur im Zusammenhang mit der Berichterstattung zu diesem Thema verwendet werden.*** Bilder zur aktuellen Situation in den Krankenhäusern und dem Gesundheitswesen in Vietnam. Copyright: Research and Training Center for Community Development (RTCCD) Aufnahemort: Hanoi, Vietnam Zugeliefert von: Tran Tuan MD; PhD Director, Research and Training Center for Community Development (RTCCD) No. 39 Lane 255 Vong Street, Hai Ba Trung District Hanoi Vietnam Tel. +84 4 3 6280350 Fax. +84 4 3 6280200
ফাইল ছবিছবি: RTCCD

হান ফং আরো জানান, এই অজানা রোগের প্রকোপে অসুস্থ হয়ে প্রায় একশ' জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক৷ তবে যাদের দেহে এই রোগের লক্ষণগুলো স্বল্পমাত্রায় ধরা পড়েছে তাদেরকে নিজ বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে৷ রোগীকে দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা হলে সহজেই সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে বলেও উল্লেখ করেন ফং৷ তবে ২৯ জনের দেহে নতুন করে এই রোগ সংক্রমণের খবর পাওয়া গেছে৷

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এপ্রিল মাসের শুরুতে বাটো জেলায় স্বাস্থ্য কর্মকর্তাদের একটি বিশেষ দল পাঠিয়েছে৷ তবে তারা এখন পর্যন্ত এই রোগের কারণ খুঁজে পাননি৷ ফলে স্বাস্থ্য মন্ত্রণালয় এই রোগের কারণ অনুসন্ধান ও প্রতিরোধ ব্যবস্থা উদ্ভাবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা - ডাব্লিউএইচও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সহায়তা চেয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, এপি
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য