1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভুল’ খালেদা জিয়াকে ট্যাগ করলেন রবার্ট গিবসন

আরাফাতুল ইসলাম১২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ বাড়ছে কূটনীতিকদের৷ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ব্রিটেনের হাইকমিশনারের এ সংক্রান্ত একটা টুইট নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি৷ এদিকে খালেদা জিয়া কার্যালয়ে খাবার নিতে দেয়নি পুলিশ৷

https://p.dw.com/p/1Ea86
Bangladesh BNP Begum Khaleda Zia
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন টুইটারে বেশ সক্রিয়৷ বুধবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর দু'টি টুইট করেন তিনি৷ কূটনৈতিক ভাষায় দু'দিক ঠিক রেখে পাঠানো টুইটে তিনি ‘বেগম খালেদা জিয়া' নামক একটি টুইটার অ্যাকাউন্ট ট্যাগও করেন৷

ব্রিটিশ হাইকমিশনারের টুইটে ট্যাগ করা অ্যাকাউন্টটি খালেদা জিয়ার কিনা তা যাচাই করতে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন যোগাযোগ করেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের তথ্য কর্মকর্তা শাইরুল কবির খানের সঙ্গে৷ তিনি বলেন, ‘‘ম্যাডাম খালেদা জিয়ার কোন টুইটার অ্যাকাউন্ট আছে বলে আমার জানা নেই৷ তাঁকে কখনো টুইটার ব্যবহার করতে দেখিনি বা শুনিনি৷ কেউ হয়ত তাঁর নামে টুইটার অ্যাকাউন্ট খুলে থাকতে পারে৷ আমরা বিষয়টি খতিয়ে দেখব৷''

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আযম খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘ম্যাডাম খালেদা জিয়ার কোনো টুইটার অ্যাকাউন্ট আছে বলে আমার জানা নেই৷ তিনি টুইটার ব্যবহার করে বলেও আমার জানা নেই৷''

প্রসঙ্গত, খালেদা জিয়া টুইটার ব্যবহারের কোনো খবর আগে কখনো প্রকাশ হয়নি৷ যে অ্যাকাউন্টটি রবার্ট গিবসন ট্যাগ করেছেন সেটি দীর্ঘদিন ধরে সক্রিয় নয়৷ একটি ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অ্যাকাউন্টটি টুইটারও ভেরিফাই করেনি৷ এ ব্যাপারে এই প্রতিবেদক রবার্ট গিবসনকে টুইট করলেও তার কোনো উত্তর মেলেনি৷

এদিকে, রবার্ট গিবসনের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাক্ষাতের পর আবারো সক্রিয় হয়েছে পুলিশ৷ বিএনপি নেত্রীর গুলশান কার্যালয়ে বুধবার রাতে খাবার নিতে দেয়নি তারা৷ বৃহস্পতিবারও সকালে এবং দুপুরে খাবার পৌঁছয়নি সেখানে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই নিয়ে অনেকে মন্তব্য করেছেন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য