1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুয়া খবর রোধের উদ্যোগ

১৬ নভেম্বর ২০১৬

ইন্টারনেটে ‘ভুয়া খবর’ ছড়ানো রোধে বিশেষ উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছে গুগল ও ফেসবুক৷ এজন্য বিজ্ঞাপনগ্রহিতাদের কন্টেন্ট মূল্যায়নের ঘোষণা দিয়েছে তারা, যাতে ভুয়া নিউজ সাইটগুলো ভুল তথ্য দিয়ে অর্থ আয়ের সুযোগ না পায়৷

https://p.dw.com/p/2SlJa
ফেসবুক আর গপগলের লোগো
ছবি: picture-alliance/dpa/J. Stratenschulte

সোমবার এক বিবৃতিতে গুগল জানিয়েছে, প্রতিষ্ঠানটি একটি নীতিগত পরিবর্তন আনছে যাতে ভুয়া সংবাদ প্রকাশ করা নিউজ ওয়েবসাইট গুগলের বিজ্ঞাপন না পায়৷ তবে ঠিক কিভাবে ভুয়া নিউজ ওয়েবসাইট শনাক্ত করা হবে এবং বিজ্ঞাপন বাতিল করা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি৷

গুগলের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ‘‘ভবিষ্যতে আমরা সেসব পাতায় বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করে দেবো, যেখানে কোনো সংবাদ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, কিংবা প্রকাশকের তথ্য এবং ওয়েবসাইটের মূল উদ্দেশ্য গোপন করা হয়েছে৷’’

গুগলের এই নতুন পলিসি অবশ্য গুগল সার্চে ভুয়া নিউজ প্রদর্শন বন্ধ করতে পারবে কিনা সেটা নিশ্চিত নয়৷ তবে এটি ব্যবহারকারীদের গুগলের বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে এমন সাইট সম্পর্কে ইতিবাচক ধারণা দিতে পারে এবং যেসব প্রকাশক বাড়তি উপার্জনের আশায় ভুয়া সংবাদ প্রকাশ করে তাদের নিরুৎসাহিত করবে৷ এজন্য গুগল তার বিজ্ঞাপন গ্রহণকারী সাইটগুলোর রেটিংয়ের কোনো পন্থা বের করেছে কিনা তা-ও জানা যায়নি৷

এদিকে ফেসবুক জানিয়েছে, বিজ্ঞাপন নীতিমালায় পরিবর্তন এনেছে সংস্থাটি যাতে অবৈধ কিংবা ভুলভাবে প্রকাশিত সংবাদ বাড়তি গুরুত্ব না পায়৷ প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘‘আমরা এমন কোনো অ্যাপ বা সাইটে বিজ্ঞাপন প্রদর্শন করি না যেটি অবৈধ কিংবা ভুয়া সংবাদ প্রকাশ করছে৷''

তবে ফেসবুকের এই নীতি বিজ্ঞাপনে সীমাবদ্ধতা সৃষ্টি করলেও ব্যবহারকারীর ভুয়া নিউজ সাইটগুলোর কন্টেন্ট নিউজ ফিডে প্রকাশ বন্ধ করতে পারছে না৷ ফলে ফেসবুক ব্যবহারকারীরা তাদের নিউজ ফিডে ভুয়া সংবাদ দেখা থেকে আদৌ দূরে থাকতে পারবেন কিনা সে বিষয়ে সংশয় রয়েছে৷

উল্লেখ্য, ফেসবুক এবং গুগলে প্রকাশিত অনেক ভুয়া সংবাদ মার্কিন নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে - এরকম এক অভিযোগ ওঠার পর বিজ্ঞাপনের নীতিতে পরিবর্তনের এই ঘোষণা দিল প্রতিষ্ঠানগুলো৷ বর্তমানে জনমত সৃষ্টিতে বড় ধরনের ভুমিকা রাখছে এসব সাইট৷

এআই/এসিবি (রয়টার্স, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য