1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধুচন্দ্রিমা নয়, সরকারি সফরে কেট-উইলিয়াম!

৬ মে ২০১১

দ্য ডিউক এবং ডাচেস অফ ক্যামব্রিজ এই গ্রীষ্মে ক্যানাডাতে তাদের প্রথম বিদেশ সফরের পরে যুক্তরাষ্ট্রে সরকারি সফরে যাবেন৷ উইলিয়াম এবং কেট তিনদিন ক্যালিফোর্নিয়ায় কাটাবেন৷ জুলাইয়ের ৮ থেকে ১০ তারিখ পর্যন্ত ঐ সফর অনুষ্ঠিত হবে৷

https://p.dw.com/p/11AKZ
Britain's Prince William, right, and his wife Kate, Duchess of Cambridge, leave Westminster Abbey at the Royal Wedding in London Friday, April, 29, 2011. (AP Photo/Alastair Grant)
ছবি: AP

ক্ল্যারেন্স হাউস ঐ ঘোষণা দিয়েছে৷ তবে মুখপাত্র বলেছেন, সফরের খুঁটিনাটি পরে প্রকাশ করা হবে৷ ডিউকের জন্যেও এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে প্রথম সরকারি সফর৷ তবে প্রিন্স উইলিয়াম এর আগে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গেছেন৷ যুক্তরাষ্ট্রে ডাচেসেরও এটি হবে প্রথম সফর৷

Britain's Prince William and his wife Kate, Duchess of Cambridge, left, wave as they leave Westminster Abbey at the Royal Wedding in London Friday, April 29, 2011. (Foto:Alastair Grant/AP/dapd)
বিয়ের দিনে উইলিয়াম-কেটছবি: dapd

গত শুক্রবার ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে ডাচেসকে বিয়ে করার পরে , প্রিন্স উইলিয়াম আরএএফ তল্লাশি এবং উদ্ধার হেলিকপ্টার পাইলট হিসেবে তার কাজে ফিরে গেছেন৷ এই দম্পতি তাদের প্রথম বিবাহিত সপ্তাহান্ত যুক্তরাজ্যেরই কোন গোপন স্থানে কাটেয়েছেন৷ এবং পরবর্তী তারিখ ঘোষণার আগে তাদের মধুচন্দ্রিমায় যাবার কথাও গোপন রাখা হয়েছে৷

এই রাজকীয় দম্পতি ৩০ শে জুন থেকে ৮ জুলাই পর্যন্ত ক্যানাডা সফরে থাকবেন৷ ধারণা করা হচ্ছে, পয়লা জুলাই অটোয়াতে ক্যানাডা ডে উৎসবে অংশ নেবেন এই নবদম্পতি৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য