1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মরিয়া ব্লাটার নির্বাচনের আগেই দুর্নীতির অভিযোগের ফয়সালা চান

১২ মে ২০১১

আর বেশিদিন বাকি নেই৷ ১লা জুন ফিফার সভাপতি নির্বাচন৷ তাতে তৃতীয়বারের মতো নির্বাচিত হতে চান সেপ ব্লাটার৷ কিন্তু বাধ সাজছে সংগঠনে দুর্নীতির অভিযোগ৷

https://p.dw.com/p/11E1Z
মরিয়া হয়ে গদি সামলানোর চেষ্টা চালাচ্ছেন ব্লাটারছবি: AP

নির্বাহী কমিটির সদস্যদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, চলতি মাসের মধ্যেই তার ফয়সালা করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্লাটার৷ আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ঠিক ৩ সপ্তাহ সময় রয়েছে৷ এর মধ্যেই কাজ সারতে হবে৷ দুর্নীতির ক্ষেত্রে কোনো রকম প্রশ্রয় দেবেন না – এই বুলিকে হাতিয়ার করেই আবার নির্বাচিত হতে চান ব্লাটার৷

২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর৷ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব খাটাতে ঘুষ দেওয়া-নেওয়ার অসংখ্য অভিযোগ উঠেছে ফিফার বিরুদ্ধে৷ বিশেষ করে ব্রিটেন ফিফার নির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এনেছে৷ ব্রিটেনের ক্রীড়া মন্ত্রী হিউ রবার্টসন ফিফার আমূল সংস্কারের ডাক দিয়েছেন৷

Flash-Galerie Fussballrückblick 2010
শেষ পর্যন্ত কি টিকে থাকতে পারবেন ব্লাটার?ছবি: picture alliance / dpa

প্রাথমিক ধাক্কা সামলে উঠে ফিফা এবার অভিযোগের সপক্ষে প্রমাণ পেশ করার দাবি জানিয়েছে৷ মহাসচিব জেরোম ভাল্ক ব্রিটেনের ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট চেয়েছেন৷ ফেডারেশনের প্রাক্তন প্রধান ডেভিড ট্রিসম্যান মঙ্গলবার যেসব অভিযোগ তোলেন, তার সপক্ষে প্রমাণ দেখতে চান ভাল্ক৷ ফিফার নির্বাহী কমিটির অভিযুক্ত সদস্য রিকার্দো তেশেরা ট্রিসম্যান'এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন৷ বাকিরাও অভিযোগ অস্বীকার করে ব্রিটেনের বিরুদ্ধে তোপ দাগছেন৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জাক রগে দুশ্চিন্তা প্রকাশ করে বলেছেন, এই সব অভিযোগ আন্তর্জাতিক ক্রীড়াজগতের ক্ষতি করছে৷ তিনি সব ক্রীড়া সংগঠনের উদ্দেশ্যে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চালানোর ডাক দেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য