1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাওবাদীদের তাণ্ডব চলছে বিহার, ঝাড়খণ্ড, এমনকি পশ্চিমবঙ্গেও

২৩ এপ্রিল ২০০৯

দ্বিতীয় দফার ভোটের আগে আবার মাওবাদীদের তাণ্ডব প্রতিবেশী বিহার এবং ঝাড়খণ্ডে৷ আর তার মধ্যেই ফের নাশকতার ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে৷ পশ্চিম মেদিনীপুরের শালবনির কুসুমডিহায় বুধবার সকালে পর পর ছটি ল্যান্ডমাইন বিস্ফোরণ হল৷

https://p.dw.com/p/HcKn
ঝাড়খণ্ডে ল্যান্ডমাইন বিস্ফোরণের পর তল্লাশি চালাচ্ছে পুলিশছবি: Fotoagentur UNI

নির্দিষ্ট কেউ এই বিস্ফোরণের লক্ষ্য ছিল না, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে পুলিশের একটি টহলদারী ভ্যান৷ সন্দেহ সেই মাওবাদীদের দিকেই৷ এর পরই বুধবার তড়িঘড়ি ফের বৈঠকে বসে রাজ্য প্রশাসন৷ এদিকে, লালগড়ে নির্বাচনের প্রশ্নে অনেকটাই পিছু হটল নির্বাচন কমিশন৷

বুধবার মেদিনীপুর সার্কিট হাউসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন ও জেলা প্রশাসনের সঙ্গে পুলিশি সন্ত্রাস বিরোধী জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতো-সহ ১২ জন প্রতিনিধির ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক হয়েছে, যে লালগড়ে ৪৪-টি বুথের বদলে মাত্র চারটি বুথে ভোট গ্রহণ হবে৷ রামগড়, লালগড়, পীড়াকাটা ও ভীমপুর৷ এই চারটি বুথে ভোটারদের নিয়ে আসা ও তাদের নিরাপদে বাড়ি ফেরানোর দায়িত্ব নির্বাচন কমিশনের৷ ভোটারদের আনতে হবে গাড়িতে৷ তার বিনিময়ে ভোটের দিন লালগড়ে ১২ ঘন্টার জন্য আধা সামরিক বাহিনী ঢুকতে দেওয়া হবে৷

Pranab Mukherjee
কংগ্রেস বামেদের ছাড়েনি, বামেরাই কংগ্রেসের সঙ্গ ছেড়েছে : প্রণব মুখোপাধ্যায়ছবি: Fotoagentur UNI

কলকাতা প্রেস ক্লাবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রণব মুখোপাধ্যায়৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কংগ্রেস বামেদের ছাড়েনি, বামেরাই কংগ্রেসের সঙ্গ ছেড়েছে৷ তবে সরকার গড়ার প্রশ্নে ফের বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হতে পারে কিনা, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রণববাবু৷ আর পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে তাঁর সোজা কথা, তৃণমূল এনডিএ জোট ছেড়েছে বলেই তাদের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস৷

এদিন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম নেতা রবীন দেব৷ এছাড়া, যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবীর সুমনও মনোনয়নপত্র জমা দেন এদিন৷

প্রতিবেদক: শীর্ষ বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা: দেবারতি গুহ