1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাখাইন পরিস্থিতি সম্পর্কে কিছুই জানেন না সু চি!

২১ নভেম্বর ২০১৭

মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চি মঙ্গলবার বলেছেন, রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা তা তাঁর প্রশাসন বলতে পারবে না৷ তবে এমন যেন না হয় তা নিশ্চিত করতে হবে বলে জানান তিনি৷

https://p.dw.com/p/2nyEl
ছবি: Getty Images/AFP

মিয়ানমারে চলমান ‘এশিয়া-ইউরোপ মিটিং' বা আসেম-এর উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সু চি৷

রাখাইনে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কিনা – এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সু চি বলেন, ‘‘আমরা বলতে পারব না এমনটা হয়েছে কিনা৷ তবে সরকারের দায়িত্ব হিসেবে, এমন ঘটনা যেন না ঘটে তা আমাদের নিশ্চিত করতে হবে৷''

বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে রোহিঙ্গাদের ফেরত নেয়া নিয়ে বৈঠক হবে বলে জানান সু চি৷ ‘‘আমরা আশা করছি এর ফলে দ্রুত একটি এমওইউ স্বাক্ষরিত হবে৷ এবং যাঁরা সীমান্ত পাড়ি দিয়েছেন তাঁদের নিরাপদে ও স্বেচ্ছায় ফিরে আসার প্রক্রিয়া শুরু হবে'', বলেন তিনি৷

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে নব্বইয়ের দশকে দুই দেশের মধ্যে যে চুক্তি হয়ে তা অনুসরণ করা হবে বলে জানান তিনি৷

উল্লেখ্য, গতমাস থেকে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে৷ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর একজন ঘনিষ্ঠ সহকর্মী সম্প্রতি দাবি করেছেন, ‘‘দুই দেশ এক ধরনের বোঝাপড়ায় প্রায় উপনীত হয়েছে, এখন শুধু কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছানো বাকি৷''

তবে চুক্তির বিষয়টি ঠিক কতটা এগিয়েছে তা বলা কঠিন বলে জানিয়েছেন সু চি৷

প্রায় দুই বছর গবেষণা করে মঙ্গলবার রোহিঙ্গাদের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি৷ এতে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর দেশটির সরকারের নিয়ন্ত্রণকে দক্ষিণ আফ্রিকার ‘অ্যাপার্থাইড' বা বর্ণবাদ আমলের সঙ্গে তুলনা করা হয়েছে৷

গবেষণার মাধ্যমে অ্যামনেস্টি বর্তমান রোহিঙ্গা সংকটের মূল কারণ খোঁজার চেষ্টা করেছে৷ ১০০ পৃষ্ঠার এই গবেষণা প্রতিবেদন বলছে, ‘‘বহু বছর ধরে ‘সরকারি সহায়তায়' রোহিঙ্গাদের জীবনযাপন নিয়ন্ত্রণের প্রক্রিয়া চলেছে৷''

অ্যামনেস্টির গবেষণা বিষয়ক ঊর্ধ্বতন পরিচালক আনা নাইস্টাট বলেন, ‘‘রাখাইন রাজ্য একটি ক্রাইম সিন৷ গত তিন মাসের সামরিক অভিযানের অনেক আগে থেকেই রাখাইনের অবস্থা সেরকম ছিল৷''

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য