1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে মসজিদে হামলা, দুইশতাধিক নিহত

২৪ নভেম্বর ২০১৭

মিশরের একটি মসজিদে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন দুইশতাধিক মানুষ৷ দেশটির নর্থ সিনাই প্রদেশের আরিশ শহরের পশ্চিমের আল রাওদাহ মসজিদে শুক্রবার এ ঘটনা ঘটে৷

https://p.dw.com/p/2oDbG
মিশরে জঙ্গি হামলা
ছবি: picture-alliance/epa/ALMASRY ALYOUM/F. Gharnousi

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজ শেষে মুসল্লিদের উপর এ হামলা চালায় জঙ্গিরা৷ চারটি গাড়িতে চড়ে এসে প্রথমে বোমা ছোঁড়া হয়, পরে চালানো হয় গুলি৷ রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ জানায়, এ পর্যন্ত নিহতের সংখ্যা ২৩৫ জন৷ আহত হয়েছে অন্তত ১২৫ জন৷ তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে৷ এ ঘটনায় মিশরে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে৷

এখনো পর্যন্ত কোন জ্ঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি৷ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হামলার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা৷ গত তিন বছরে মিশরেরনিরাপত্তা বাহিনীর সাথে ইসলামী জঙ্গিগোষ্ঠীর সংঘাতে জড়ানোর পর থেকে একের পর এক জঙ্গি হামলায় অসংখ্য পুলিশ, সেনা সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন৷ এসব হামলার সাথে বেশিরভাগ ক্ষেত্রে আইএস জঙ্গিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে৷ ২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হবার পর থেকেই মিশরের পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে৷

আরএন/এসিবি (এপি, ডিপিএ, এএফপি)