1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারে নতুন ছবি ‘ব্যান দ্যা সিন'

১ মে ২০১২

মিয়ানমারের চলচ্চিত্র জগত এতদিন ছিল চরম সেন্সরশিপের আওতায়৷ প্রতিটি ছবিতেই সেন্সরশিপের ধারালো ছুরি বসেছে৷ তবে দিনকাল পাল্টাচ্ছে৷ বইছে পরিবর্তনের বাতাস৷

https://p.dw.com/p/14nXC
ছবি: picture alliance/dpa

‘ব্যান দ্যা সিন' একটি কমেডি ছবি৷ সেন্সরশিপ বোর্ড কীভাবে এতদিন প্রতিটি ছবি নিয়ন্ত্রণ করেছে, ইচ্ছেমত মত পোষণ করেছে – সেসব ঘটনা হাস্যকরভাবে তুলে ধরা হয়েছে ছবিটিতে৷ ছবির পরিচালক টুন জ উইন৷ তিনিই সিদ্ধান্ত নেন সেন্সরশিপের ওপর একটি কমেডি তৈরি করার৷

ছবিতে যারা অভিনয় করেছেন, এরা সবাই কৌতুক অভিনেতা৷ ছবিতে দেখানো হয়েছে লেদার চেয়ারে বসে আছেন কয়েকজন মোটা মোটা সরকারি কর্মকর্তা৷ তাদের দৃষ্টি একটি প্রোজেক্টরের দিকে৷ যেসব চিত্র দেখানো হচ্ছে তাতে কর্মকর্তারা বেশ বিরক্ত৷ ভিক্ষুক, দুর্নীতি, বিদ্যুৎবিহীন শহর এমন কি রাস্তায় প্রচণ্ড মারামারির দৃশ্যও তুলে ধরা হয়েছে কমেডিতে৷ এই সব চিত্র দেখে কর্মকর্তারা বেশ বিরক্ত৷ তারা এক বাক্যে বলছেন, ‘কিছুতেই এই ছবি দেখানো হবে না৷' সবই ছবির অংশ৷

তবে সেন্সরশিপ নয়, পরিচালক টুন জ উইন অবাক হয়েছেন যে এ ধরণের ছবি তৈরি করার অনুমতি শুধু তাকে দেয়া হয়নি, ছবিতে তিনি যা যা তুলে ধরেছেন সেগুলো খুব বেশি সেন্সরও করা হয়নি৷

তবে কী দেখানো হয়েছে আর কী সেন্সর করা হয়েছে সেটা বড় কথা নয়৷ আসল কথা হল এ ধরণের সমালোচনামূলক ছবি তৈরির অনুমতি দেয়া হয়েছে এবং তা প্রেক্ষাগৃহে দেখানোও হবে৷ এসবই প্রমাণ দিচ্ছে যে মিয়ানমার পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই পরিবর্তন হচ্ছে পুরোপুরিই ইতিবাচক৷

প্রতিবেদন: এপি / মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য