1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা ইস্যুতে নীরব কেন মোদী?

অনিল চট্টোপাধ্যায় নতুন দিল্লি
১২ সেপ্টেম্বর ২০১৭

প্রশ্নটা নিয়ে কূটনৈতিক শিবিরে রীতিমতো বিতর্ক৷ মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গ না তোলার প্রধান কারণ প্রধান চীনের বৃত্ত থেকে মিয়ানমারকে ভারতমুখী করা৷ যৌথ বিবৃতিতে এই প্রসঙ্গ ধামাচাপা পড়ায় মনঃক্ষুণ্ণ বাংলাদেশ৷

https://p.dw.com/p/2jlCL
Indien Premierminister Modi Myanmars San Suu Kyi
ছবি: Getty Images/AFP/M. Sharma

কূটনৈতিক শিবির মনে করছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় আধিপত্য বিস্তারে চীনের আগ্রাসী ভূমিকায় ভারতের কপালে ভাঁজ৷ তার পালটা হিসেবে মিয়ানমারকে কাছে টানতে কৌশলগত অবস্থানে পরিবর্তন আনতে চাইছে মোদী সরকার৷ কারণ নতুন দিল্লির কাছে মিয়ানমারের গুরুত্ব ক্রমশই বাড়ছে৷ আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের ভৌগোলিক যোগসূত্র মিয়ানমার৷ ‘লুক ইস্ট' পলিসি কার্যকর করতে ইয়াঙ্গুনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করা দরকার, সম্ভবত এমনটাই  মনে করছে মোদী সরকার৷ তাই চীনে ব্রিকস সম্মেলনশেষে ফেরার পথে ইয়াঙ্গুন সফরে অং সান সু চি ও মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন মোদী৷

কিন্তু শেষ র্যন্ত দেখা গেল ৬ই সেপ্টেম্বরের যৌথ বিবৃতিতে রোহিঙ্গা শরণার্থী সমস্যার কোনো উল্লেখই নেই৷ কূটনৈতিক মহল এবং বাংলাদেশ আশা করেছিল যে, শরণার্থীদের ফেরত পাঠাবার একটা সন্তোষজনক সমাধানে পৌঁছাতে মিয়ানমার নেতৃত্বকে মোদী রাজি করাতে পারবেন৷কিন্তু যৌথ বিবৃতি যদি কোনো ইঙ্গিত হয়ে থাকে, তাহলে বলা বাহুল্য সে গুড়ে বালি৷ মোদীর এই নীরবতা নিয়ে স্বভাবতই মনঃক্ষুন্ন বাংলাদেশ৷ যদিও রাখাইন প্রদেশে হিংসা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু একটি বারের জন্যও রোহিঙ্গা ইস্যু উচ্চারণ করেননি তিনি৷ উল্লেখ করা হয়েছে, রাখাইন প্রদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভারতের সক্রিয় অংশগ্রহণের কথা৷ কূটনৈতিক সূত্রের একাংশের বক্তব্য, প্রকাশ্যে না বললেও অং সান সু চির সঙ্গে বৈঠকে সম্ভবত রোহিঙ্গা ইস্যু তুলেছিলেন মোদী৷ কিন্তু মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবার বিষয়ে একেবারেই রাজি নয় বলেই হয়ত যৌথ বিবৃতিতে তার উল্লেখ নেই৷ শরণার্থীদের ফেরত না নেবার কারণ, রোহিঙ্গারা নাকি রাখাইন প্রদেশে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত৷ তারা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে– এমনটাই দাবি ইয়াঙ্গুনের৷

রোহিঙ্গা শরণার্থী সমস্যা শুধু বাংলাদেশের নয়, ভারতেরও গলার কাঁটা৷ বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় তিন লাখের মতো রোহিঙ্গা আর ভারতে ৪০ হাজার৷ এর একটা বিহিত করতে গত শনিবার ভারতের পররাষ্ট্র সচিব জয়শংকরের সঙ্গে বৈঠক করেন নতুনদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী৷ হাইকমিশন সূত্রে বলা হয়, রোহিঙ্গা সমস্যার মানবিক সমাধানের জন্য ইয়াঙ্গুনের ওপর চাপ বাড়াতে চাইছে ঢাকা৷ সেজন্য দিল্লিকে পাশে পাওয়া দরকার৷ বৈঠকের পরই পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি বিবৃতি প্রকাশ করে দিল্লির অবস্থান ব্যাখ্যা করা হয়৷ তাতে বলা হয়, রাখাইন প্রদেশের হিংসা এবং ঐ অঞ্চল থেকে রোহিঙ্গাদের বিতাড়নজনিত পরিস্থিতিতে ভারত উদ্বিগ্ন৷ ঢাকা এই বিবৃতিকে স্বাগত জানিয়েছে৷ পাশাপাশি, গত সপ্তাহে কলম্বোতে অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় সম্মেলনের পার্শ্ব বৈঠকে বিষয়টি নিয়ে মত বিনিময় হয় পররাষ্ট্র সচিব জয়শংকর এবং বাংলাদেশ পররাষ্ট্র সচিব শহীদুল হকের মধ্যে৷ রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বাংলাদেশে যে মানবিক সংকট দেখা দিয়েছে, তার প্রতি তিনিও দিল্লির দৃষ্টি আকর্ষণ করেন৷ নতুন দিল্লির পূর্বতন বাংলাদেশ হাইকমিশনার তারেক করিম মনে করেন, রোহিঙ্গা ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কের একটা মাপকাঠি৷ শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে যে প্রচণ্ড চাপের মুখে, সেটা দিল্লির অনুধাবন করা বাঞ্ছনীয়৷

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি অনুসারে, বাংলাদেশের মাটি থেকে ভারতবিরোধী জঙ্গি তত্পরতা দমনে ঢাকা যে সাফল্য দেখিয়েছে, সেটা ভারতের ভুলে যাওয়া অনুচিত৷ দিল্লির তরফে বলা হয়,ভারতের ৪০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মধ্যে ১৪ হাজার রয়েছে জম্মু-কাশ্মীরে৷ অন্যান্য রাজ্যগুলিতেও এরা ছড়িয়ে ছিটিয়ে আছে৷ কোন রাজ্যে কত সংখ্যক রোহিঙ্গা আছে, তা খতিয়ে দেখতে প্রতিটি রাজ্যকে একটি টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে৷ দিল্লি এদের ফেরত পাঠাতে মরিয়া, কারণ ভবিষ্যতে এদের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত৷ পশ্চিমবঙ্গ সরকার অবশ্য এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে৷ মমতা বন্দোপাধ্যায় সরকার বলেছেন, মিয়ানমার থেকে উত্খাত যেসব রোহিঙ্গা উদ্বাস্তু এই রাজ্যে রয়েছে, তাদের জোর করে ফেরত পাঠানো হবে না৷ মানবিকতার খাতিরেই তাদের এই রাজ্যে থাকতে দেওয়া হবে৷

গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সমিতির জেনারেল সেক্রেটারি ধীরাজ সেনগুপ্ত ডয়চে ভলেকে বলেন, ‘‘ভারত এবং বিশ্বের অন্যান্য দেশগুলির উচিত রোহিঙ্গা সমস্যার মানবিক সমাধানে জাতিসংঘের সক্রিয় ভূমিকার দাবি জানানো৷ ভারতেরও উচিত নয় শরণার্থী ইস্যু নিয়ে এতটা স্পর্শকাতর না হওয়া৷ ভারত অতীতে তিব্বতি, পাখতুন ও সিংহলি শরণার্থীদের আশ্রয় দিয়েছে৷ তারা যদি জাতীয় নিরাপত্তার পক্ষে বিপদ না হয়ে থাকে, তাহলে রোহিঙ্গারা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপদের কারণ হবে কেন ?''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান