1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোৎসার্টের সংগীত আজও আকর্ষণীয়

৩১ আগস্ট ২০১৭

বিখ্যাত সংগীতসৃষ্টা মোৎসার্টকে নিয়ে আজও মাতামাতি কম নয়৷ আধুনিক যুগে তাঁকে নতুন করে আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগীতশিল্পীরা৷ জার্মানিতে এক কর্মশালায় তাঁদেরই কয়েকজন মিলিত হলেন৷

https://p.dw.com/p/2j6eI
Wolfgang Amadeus Mozart
ছবি: picture-alliance/dpa/A. Bernhaut

বিভিন্ন জায়গায় চেম্বার মিউজিক – মাত্র ৪ সপ্তাহে ৬০টি কনসার্ট৷ যাকে বলে মোৎসার্ট ম্যারাথন৷ বেঁচে থাকলে মোৎসার্ট স্বয়ং এমন কর্মকাণ্ড দেখে অবশ্যই বিস্মিত হতেন৷ কারণ তিনি শুধু কফি পান করতে ভ্যুয়র্তসবুর্গ শহরে কিছুক্ষণ কাটিয়েছিলেন৷ ১৭৯০ সালের সেই যাত্রাপথে শহরটি পড়েছিল৷ এখনো প্রতি বছর শহরের প্রাসাদে তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়৷

সেই উৎসব ছাড়াও মোৎসার্ট চর্চা চলে৷ এক প্রাক্তন খ্রিষ্টীয় মঠে গোটা ইউরোপের তরুণ সংগীতশিল্পীরা মিলিত হয়েছেন৷ এই সমাবেশের নাম রাখা হয়েছে ‘মোৎসার্ট-ল্যাব'৷ বিশ্ববরেণ্য তারকারা তাঁদের গান শেখান৷ যেমন সোপ্রানো গায়িকা ক্রিস্টিয়ানে কার্গ৷ তিনি বলেন, ‘‘মোৎসার্ট দিয়েই সূচনা৷ সালৎসবুর্গ শহরে মোৎসার্টিয়াম সংগীত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়েছি৷ মোৎসার্ট উৎসব পালনের বছরে পরীক্ষা দিয়েছি, সালৎসবুর্গ উৎসবে প্রথম গান গেয়েছি৷ জীবনভরা মোৎসার্ট৷''

‘মোৎসার্ট-ল্যাব'-এ শুধু সংগীত চর্চাই হয় না৷ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের দুই বৃত্তি পাওয়া ছাত্রী ক্রিস্টিয়ানে কার্গ-এর সঙ্গে অন্যান্য যুগের সংগীত নিয়েও গভীর গবেষণা করছেন৷ বিশেষ করে ইন্টোনেশন সঠিক হতে হবে৷

মোৎসার্টের সুর যার আবেদন আজও ফুরোয়নি

ক্রিস্টিয়ানে বলেন, ‘‘শহরের বাইরে মঠে থাকার কারণে আদানপ্রদান একেবারে অন্যরকম৷ আমরা একসঙ্গে খাওয়াদাওয়া করছি, অনেকটা সপ্তাহান্তের রিট্রিটের মতো৷ একে অপরের সঙ্গে ভালো আলাপ হচ্ছে৷''

মোৎসার্ট গবেষণার প্রকল্পে তিন দিন ধরে শুধু সংগীত শিল্পীরাই নয়, বিজ্ঞানী ও আধুনিক যুগের সুরকাররাও তাঁকে নিয়ে তর্ক-বিতর্ক চালিয়ে যাচ্ছেন৷ মোৎসার্ট উৎসবের প্রধান এভেলিন মাইনিং বলেন, ‘‘আমাদের সংগীতের সঙ্গে একটা সংঘাতের প্রয়োজন রয়েছে, এবং তা শুধু সংগীতের মধ্যে নয়৷ যেমন মোৎসার্টের সমসাময়িক অষ্টাদশ শতাব্দীর সঙ্গে বর্তমান যুগের সংগীত৷ আজকের বাস্তবের মুখে সেই সংগীতকে দাঁড় করাতে হবে৷''

মোৎসার্ট-ল্যাবে তিনটি দিনে কী পাওয়া গেল? আয়ারল্যান্ড ও লন্ডনের দুই গায়িকা ক্লাসিক গানের প্রশিক্ষণ পেলেন৷ ভুয়র্তসবুর্গ শহরের ওয়ার্কশপ তাঁদের কাছে অনবদ্য অভিজ্ঞতা৷ ঐতিহাসিক স্থানে মোৎসার্টের স্বাদ পেয়ে তাঁদের জ্ঞান অনেকটা বেড়ে গেল৷

মার্টিন রডেভিশ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান