1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপেও ছড়াতে পারে জিকা!

১২ এপ্রিল ২০১৬

জিকা ভাইরাস নিয়ে আতঙ্ক আবার ফিরে এসেছে৷ আতঙ্ক বেশি এখন যুক্তরাষ্ট্রে৷ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ভয়ংকর এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই আরো জোরদার করতে হবে৷ নইলে যুক্তরাষ্ট্রসহ ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে জিকা৷

https://p.dw.com/p/1ITd3
জিকা ভাইরাসে আক্রান্ত একটি শিশু
ছবি: picture-alliance/dpa/R. Fabres

বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ফ্রেঞ্চ গিনি, গুয়াতেমালা, গায়ানা, হন্ডুরাস, মেক্সিকো, পানামা, প্যারাগুয়ে, সুরিনাম, ভেনেজুয়েলা, বার্বাডোস, গুয়াদেলোপ, হাইতি, মার্টিনিক, সেন্ট মার্টিন এবং পুয়ের্তো রিকোসহ ৩০টি দেশে গত বছর জিকা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়৷ কয়েকটি দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল এই ভাইরাস৷ তবে গত কয়েকমাসে দেশগুলোতে আতঙ্ক অনেক কমেছে, পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে৷

তবে যুক্তরাষ্ট্রে নতুন করে দেখা দিয়েছে জিকা ভাইরাস আতঙ্ক৷ মূলত মশাবাহিত এই ভাইরাস থেকে বাঁচতে হলে কী কী করতে হবে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য নেয়া হচ্ছে নানা ধরনের উদ্যোগ৷

কিন্তু যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারাই এ উদ্যোগকে যথেষ্ট মনে করছেন না৷ সোমবার সেন্টার্স ফর ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-র প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যান শুচ্যাট হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানান, জিকা ভাইরাস সম্পর্কে তাঁরাই এখনো খুব পরিষ্কার ধারণা পাননি৷ মারাত্মক এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য আরো বড় পরিসরে গবেষণার প্রয়োজন বলেও জানান তিনি৷ অ্যান শুচ্যাট বলেন, আগে যতটা ভয়ংকর মনে করা হয়েছে, জিকা আসলে তার চেয়ে অনেক বেশি ভয়ংকর৷ তাঁর মতে, জিকা সম্পর্কে জানার পরিধি বাড়াতে হলে এবং প্রতিষেধক আবিষ্কার করতে হলে প্রেসিডেন্ট বারাক ওবামার সুপারিশ অনুযায়ী শিগগিরই অর্থ ছাড় দিতে হবে৷

ওবামা প্রশাসন ইতিমধ্যে জিকা ভাইরাস নিয়ে বৃহত্তর পরিসরে গবেষণার জন্য কংগ্রেসকে ১ দশমিক ৯ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদনের অনুরোধ জানিয়েছে৷

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিসিজ-এর পরিচালক অ্যান্থনি ফাউসিও মনে করেন জিকা মোকাবেলায় পর্যাপ্ত গবেষণার জন্য এই পরিমাণ অর্থ সত্যিই দরকার৷ তাঁর ভাষায়, ‘‘প্রেসিডেন্ট যখন ১ দশমিক ৯ বিলিয়ন ডলার চেয়েছেন, বুঝতে হবে আমাদের আসলে ১ দশমিক ৯ বিলিয়ন ডলারই দরকার৷''

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের দিকের পুয়ের্তো রিকোয় জিকা সংক্রমণ অনেক বেড়েছে৷ ৪৩৬ ব্যক্তির শরীরে ধরা পড়েছে জিকা সংক্রমণ৷ তাদের মধ্যে ৬০ জনই অন্তঃসত্ত্বা নারী৷ স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, আগাম ব্যবস্থা না নিলে পুয়ের্তো রিকো থেকে জিকা যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়তে পারে৷ ডেনমার্কের আরথুস বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক এসকিল্ড পেটারসেন মনে করেন, শুধু যুকরাষ্ট্রে নয়, দক্ষিণ ইউরোপের দেশগুলোতেও ঢুকে পড়তে পারে জিকা৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য