1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা

২৩ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে মধ্যমপাল্লার নতুন একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান৷ ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং একাধিক পরমাণু ওয়্যারহেড বহনেও সক্ষম৷

https://p.dw.com/p/2kZPn
ছবি: Getty Images/F.Bahrami

শুক্রবার তেহরানে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়৷ রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারে ঐ কুচকাওয়াজে ‘খোরামশাহর' নামের এই ক্ষেপণাস্ত্রটিও প্রদর্শিত হয়৷ এ কুচকাওয়াজের কিছুক্ষণ পরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় তেহরান৷ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি এক বিবৃতিতে বলেছেন, ‘‘যারা আমাদের সাথে হুমকির ভাষাতে কথা বলবে, তাদের জন্য দেশের নিরাপত্তাকে শক্তিশালী করতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে৷ আর এজন্য ইরানের কোন দেশের অনুমতি নেয়ার প্রয়োজন হবে না৷''

বলা বাহুল্য, ইরান ঠিক এমন সময়ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালালো, যখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্ব নেতারা জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিলিত হয়েছেন৷ এই অধিবেশনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যে সহিংসতা ও অস্থিতিশীলতার জন্য দায়ী করেছিলেন৷ শুধু তাই নয়, সেসময় ইরানকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার জন্য আবারো হুঁশিয়ার করেছিলেন ট্রাম্প৷ এমনকি ১৫ই অক্টোবর ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে মার্কিন কংগ্রেসে রিপোর্ট করবেন বলেও জানিয়েছিলেন ট্রাম্প৷

গত আগস্টে ট্রাম্প প্রশাসন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রেখে একটি আইন প্রণয়ন করে৷ একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়৷ সে সময়ই হোয়াইট হাউসের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছিল ইরান৷

সামরিক কুচকাওয়াজ চলার সময় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আবারও বলেছেন, অ্যামেরিকা না চাইলেও ইরান তাদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাবে৷ এর আগে তিনি বলেছিলেন, ‘‘২০১৫ সালে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরান যে পরমাণু চুক্তিতে পৌঁছেছে, তা বাতিল করাই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য৷ এ জন্য তারা যেকোনো একটি অজুহাত খুঁজছে৷ কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে হওয়া ওই চুক্তিতে ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি কমানো বা বাতিলের কথা বলা হয়নি৷''

বিশ্লেষকরা বলছেন, ‘‘গত বছর থেকে কার্যকর হওয়া পরমাণু চুক্তি অনুযায়ী, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আগামী আট বছর নিউক্লিয়ার ওয়্যারহেড বহনে সক্ষম কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি না চালানোর জন্য বলা হয়েছিল ইরানকে৷''

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য