1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিপাবলিকানদের ব্যাপক বিজয়, আধিপত্য হারিয়েছেন ডেমোক্র্যাটরা

৩ নভেম্বর ২০১০

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রক্ষণশীল রিপাবলিকানদের ব্যাপক বিজয়ে আধিপত্য হারিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্র্যাট দল৷ তবে সেনেটে স্বল্প ব্যবধানে হলেও এখনও তাদের আধিপত্য রয়েছে৷

https://p.dw.com/p/PxLm
অবশ্য সেনেটে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ওবামার দলইছবি: DW/AP

নির্বাচনের এই ফলাফলকে ওবামার নীতির প্রতি মার্কিনীদের কঠোর জবাব বলেই মনে করছেন বিশ্লেষকরা৷ ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরে অর্থনীতি ও তাঁর নেতৃত্ব নিয়ে মার্কিন ভোটারদের মধ্যে কিছুটা অসন্তুষ্টি ছিল৷ মনে হচ্ছে তারই প্রভাব পড়েছে নির্বাচনে৷ আর এই অসন্তুষ্টিই পাল্লা ভারী করেছে রিপাবলিকানদের৷

নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং উচ্চকক্ষ সেনেটের ৩৭টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ যার মধ্যে প্রতিনিধি পরিষদের ১৮৩টি আসন পেয়েছে ডেমোক্র্যাটরা৷ আর ২৩৯টি আসনে জয়ী হয়েছে রিপাবলিকানরা৷

Dossierbild USA Wahlen Midtermelections Capitol House of Representatives Bild 1
প্রতিনিধি পরিষদ ভবনছবি: picture alliance/dpa

সেনেটে ডেমোক্র্যাটদের পরিস্থিতি এক অর্থে ভালো৷ তারপরেও সেনেটের অন্তত ২৩ টি আসন বাড়াতে সক্ষম হয়েছে রিপাবলিকান দল৷ যেখানে ডেমোক্র্যাটরা মাত্র ১১টি বাড়াতে পেরেছে৷ তা সত্ত্বেও সেনেটের একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ওবামার দলই৷ কারণ, সেনেটে বর্তমানে ডেমোক্র্যাট সমর্থক ৪০ জন সেনেটর রয়েছেন৷ আর রিপাবলিকানদের রয়েছেন ২৩ জন৷ ফলে ১০০ আসনের সেনেটে ডেমোক্র্যাটরা থাকলো ৫১টি আসনে৷ এর আগেও মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা কমেছে৷ তবে এবারের মত এত নাজুক পরিস্থিতি আর কখনো আসেনি৷

Barack Obama - South Carolina Sieg
এই হাসি কী অমলিন থাকবে!ছবি: picture-alliance/ dpa

নির্বাচনের এই ফলাফল প্রেসিডেন্ট ওবামার জন্যে কী কী ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে জানা যায়, এই ফলাফলের ফলে প্রথম যে ঘটনাটি ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে, যে কোন আইন বা কিছু পাস করতে হলেই এখন ওবামাকে নির্ভর করতে হবে বা কাজ করতে হবে রিপাবলিকানদের সঙ্গে৷ এছাড়া প্রশাসনিক অচলাবস্থা, আয়কর কাটা, সর্বাত্মক জ্বালানি ও অভিবাসন আইন এই ব্যাপারগুলোতে, এই নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট ওবামার ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে৷ .

তবে মজার বিষয় হচ্ছে, এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এই উত্থানের পেছনে অনেকটাই অবদান রয়েছে বহুল আলোচিত টি পার্টির৷ আর ডেমোক্র্যাটিক দল সেনেটে ৬টি আসন হারিয়ে স্বল্প ব্যবধানে সেনেটের লাগাম ধরে রাখতে পারলেও, টি পার্টি থেকেও কয়েকজন সমর্থন দিয়েছে ওবামাকে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক