1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যশ চোপড়া

২২ অক্টোবর ২০১২

‘কাভি কাভি’, ‘সিলসিলা’, ‘দিওয়ার’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’ – এ তালিকার যেন কোনো শেষ নেই৷ কিন্তু যিনি এ তালিকার সৃষ্টিকর্তা, পঞ্চাশের দশকের আবেগমথিত ধারার শেষ প্রদীপ যশ চোপড়ার জীবন শেষ হয়ে গেল!

https://p.dw.com/p/16UMD
Chairman, Yash Raj Films, Yash Chopra,looks on during a press conference in Mumbai, India, Tuesday, June 12, 2007. Walt Disney Co. has tied up with India's Yash Raj Films to make a series of Indian-style animated feature films with voices of Bollywood stars, the companies said Tuesday. (ddp images/AP Photo/Gautam Singh)
ছবি: AP

মুম্বইয়ের একটি হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে, রোববার চলে গেলেন বলিউডের অন্যতম সফল পরিচালক-প্রযোজক যশ চোপড়া৷ তাঁর বয়েস হয়েছিল ৮০ বছর৷

হিন্দি ছবির ইতিহাসে যশ চোপড়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ নাম৷ চলচ্চিত্রের সঙ্গে দীর্ঘ পাঁচ দশকের পথচলায় প্রথিতযশা এ পরিচালক অসংখ্য জনপ্রিয় এবং ‘যশ রাজ ফিল্মসের' ব্যানারে বেশ কিছু ব্যবসাসফল ছবি নির্মাণ করলেও, মূলত তিনি রোম্যান্টিক ছবির জন্যই বেশি বিখ্যাত৷ ভালোবাসা, প্রেম, আবেগ নিয়ে ছবি তৈরি করতে যে সবচেয়ে ভালোবাসতেন সে কথা ‘যশ জি' নিজেও বলেছেন বহুবার৷

এই সেদিন, ‘বিগ বি' আমিতাভ বচ্চনের জন্মদিনেও তো চলচ্চিত্রের প্রতি তাঁর গভীর ভালোবাসার জানিয়ে গেলেন যশ চোপড়া৷ তুলে ধরলেন তাঁর ‘স্বপ্ন সৃষ্টির' ইচ্ছাকে৷ হ্যাঁ, যশ চোপড়া তাঁর ছবির মাধ্যমে আদতে ঠিক সেটাই করতেন, প্রতিবার৷ আমাদের স্বপ্ন দেখাতেন, নিয়ে যেতেন কল্পলোকে৷

অথচ পরিচালক-প্রযোজক নয়, পরিবারের চাপে বিলেতে ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়ার প্রস্তুতি নিতেই প্রথমবার মুম্বইয়ে আসেন যশ৷ ১৯৩২ সালে ব্রিটিশ ভারতের লাহোর শহরে জন্ম নেয়া যশ ছিলেন আট ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট৷ মা বলেছিলেন মনের কথা শুনতে৷ তাই নিজের মনের কথা শুনেই ‘সিনে' জগতে পা রাখলেন আই এস জওহার আর বড়ভাই, পরিচালক বি আর চোপড়ার সহকারী হিসেবে৷ সেখানেই তাঁর ছবি পরিচালনায় হাতেখড়ি৷

Cover des Films: Dil To Pagal Hai - Mein Herz spielt verrückt Regie: Yash Chopra Hauptdarsteller: Shah Rukh Khan, Madhuri Dixit, Karisma Kapoor, Akshay Kumar Darsteller: Aruna Irani, Farida Jalal, Deven Verma Produktionsfirma: Yash Raj Films Quelle: www.rapideyemovies.de ***Das Pressebild darf nur in Zusammenhang mit einer Berichterstattung über das Thema verwendet werden***
যশ চোপড়ার অন্যতম জনপ্রিয় ছবি দিল তো পাগল হ্যায়ছবি: Rapid Eye Movies

এরপরের সময়টা বলিউড ছবির ইতিহাসে লেখা হয়েছে সোনালি অক্ষরে৷ পরিচালক হিসেবে যশের প্রথম চলচ্চিত্র ‘ধুল কা ফুল'৷ মুক্তি পায় ১৯৫৯ সালে৷ পরের ৫৩ বছরে তিনি তৈরি করেন ছবি তৈরির নতুন নতুন ধারা৷ ‘দিওয়ার'-এ তিনি অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়ং ম্যান' ইমেজ তৈরি করেন, ‘ডর' ছবিতে ‘অ্যান্টি হিরো' হিসেবে শাহরুখের আবির্ভাবও ছিল তাঁরই হাতে৷ এছাড়া অসম প্রেম, পরকীয়া এবং আন্তঃপ্রজন্ম টানাপড়েন বারে বারেই উঠে এসেছে তাঁর ছবিতে৷ তৈরি হয়েছে ওয়াক্ত, ইত্তেফাক, সিলসিলা, চাঁদনি, বীর-জারার মতো ছবিও৷

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত যশ চোপড়ার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন, যশ চোপড়া ভারতীয় চলচ্চিত্রের এমন এক ‘আইকন' যিনি কয়েক প্রজন্মকে তাঁর বিরল সব সৃষ্টি দিয়ে আনন্দ দিয়ে গেছেন৷

ছয়বার জাতীয় পুরস্কার পেয়েছেনে যশ চোপড়া৷ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন ১১ বার৷ ভারত সরকার ‘যশ জি'কে ‘দাদা সাহেব ফালকে' পুরস্কারে ভূষিত করে ২০০১ সালে৷ ২০০৫ সালে পদ্মভূষণ পেয়েছিলেন তিনি৷

আগামী ১৩ই নভেম্বর মুক্তি পাচ্ছে যশ চোপড়ার শেষ ছবি ‘যব তক হ্যায় জান'৷ বলা বাহুল্য, ঠিক ছবিটির নামের মতো জীবনের শেষ দিনটি পর্যন্ত শুধু ছবি তৈরির কথাই ভেবেছিলেন যশ জি৷ ভারতীয় মিডিয়া তো বটেই, জার্মান মিডিয়াও যশ চোপড়ার মৃত্যুতে শোকস্তব্ধ৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী