1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের পতাকা দেখছেন পাকিস্তানিরা!

১২ মার্চ ২০১৭

পাঞ্জাব রাজ্যের পাকিস্তান সংলগ্ন সীমান্তে ৩৬০ ফুট দৈর্ঘ্যের বিশাল এক পতাকা উড়িয়েছে ভারত৷ পাকিস্তান মনে করছে, পতাকার আড়ালে ক্যামেরা বসিয়ে তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ভারত৷ ভারত অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছে৷

https://p.dw.com/p/2Yxr3
ছবি: DW/M. Krishnan

গত ৫ই মার্চ পাঞ্জাব রাজ্যের ছোট্ট গ্রাম আট্টারির পাকিস্তান সীমান্তে অতিকায় এক পতাকা উড়িয়েছে ভারত৷ ১১০ মিটার দৈর্ঘ্য এবং ২৪ মিটার প্রস্থের এই পতাকার (খুটিসহ) ওজন ৫৫ টন৷ সাতটি ট্রলির সহায়তায় মুম্বই থেকে পাঞ্জাবে নিয়ে যাওয়া হয় পতাকাটি৷ এমন পতাকা ওড়ানোও সহজ ছিল না৷ এ কাজে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ক্রেন৷ পতাকার পাশেই রয়েছে ৬৫ ফুট উচ্চতার তিনটি লোহার পাইপ৷ সেই পাইপে জ্বলছে উচ্চক্ষমতাসম্পন্ন এলইডি বাতি৷ পতাকা যাতে খুব দূর থেকেও দেখা যায় সে উদ্দেশ্যেই এমন আলোর ব্যবস্থা৷ ধারণা করা হচ্ছে, আট্টারি থেকে ২৭ কিলোমিটার দূরে পাকিস্তানের শহর লাহোর থেকেও দেখা যাবে পতাকাটি৷

গত বছর পূর্বাঞ্চলীয় শহর রাঁচিতে ১৯৩ ফুট দৈর্ঘ্যের জাতীয় পতাকা উড়িয়েছিল ভারত৷ তখন সেটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকা৷ এবারেরটি সেটাকেও ম্লান করে দিল৷

সবচেয়ে বড় পতাকা তৈরি এবং তা ওড়ানোর পেছনে ব্যয় হয়েছে মোট সাড়ে তিন কোটি ভারতীয় টাকা৷ ভারত মনে করে, অচিরেই পাকিস্তানও হয়ত এমন পতাকা ওড়ানোর উদ্যোগ নেবে৷ তবে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির পক্ষ থেকে এখনো সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি৷ বরং পাকিস্তানের সন্দেহ, ভারত পতাকার আড়ালে গোয়েন্দা ক্যামেরা বসিয়ে গোয়েন্দাগিরি করছে৷ ভারত এ অভিযোগ অস্বীকার করেছে৷

মুরালি কৃষ্ণণ/এসিবি

পাকিস্তান কি সত্যিই কোনোদিন এমন পতাকা ওড়ানোর উদ্যোগ নেবে? জানান নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য